বিজেপি ও বুলডোজার সমার্থক

Must read

প্রতিবেদন : বিজেপি (Shame On BJP) মানেই বুলডোজারের দাপাদাপি। বিজেপি মানেই গরিব মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া তাণ্ডব। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই উচ্ছেদের আশঙ্কায় দিন কাটছে রাজধানী দিল্লির অসংখ্য বস্তিবাসীর। যেমনটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো বিজেপি রাজ্যগুলিতে লাগাতার হয়ে চলেছে। এবার রাজধানী দিল্লির বাংলাভাষীদের বস্তির উচ্ছেদের পরিকল্পনা শুরু করেছে সেখানকার নবনির্বাচিত বিজেপি (Shame On BJP) সরকার। দিল্লির বসন্তকুঞ্জে অবস্থিত ‘জয় হিন্দ ক্যাম্প’-এ যেখানে ৫,০০০-এরও বেশি বাংলা ভাষাভাষী মানুষ থাকেন, সেখানে বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে উচ্ছেদের ভয়ে কাঁটা বস্তিবাসীরা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকার এই উচ্ছেদ অভিযানের সম্পূর্ণ দায়িত্ব তুলে দিয়েছেন দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ও দিল্লি পুলিশের হাতে। বিজেপি প্রশাসন সরাসরি ভারতের ঐক্য ও বহুত্ববাদী চেতনার উপর আঘাত হানছে।

আরও পড়ুন- বিজেপির কুৎসিত-ঘৃণ্য- ভেদাভেদের রাজনীতি, দেশজুড়ে চক্রান্ত

Latest article