‘বিজেপি ভয় পেয়েছে, এনডিএ ভয় পেয়েছে’ এক্সে তোপ অভিষেকের

শুধু তাই নয়, ইডি জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডিকে চ্যালেঞ্জ করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।

Must read

‘বিজেপি ভয় পেয়েছে, এনডিএ ভয় পেয়েছে। নড়বড়ে টাইটানের মতো ভয় তাদের ভিত নড়িয়ে দিয়েছে। এটাই ইন্ডিয়ার ক্ষমতা,’ এদিন বেশ রাতে এক্স হ্যান্ডেলে এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করেন। এক্সে নিজের শব্দচয়নে তিনি এর মধ্যে afRAID শব্দে জোর দিয়েছেন এবং scarED শব্দে জোর দিয়েছেন। বোঝাই যাচ্ছে তিনি বলতে চাইছেন বিজেপি ও এনডিএ মানেই ভয়। শুধু তাই নয়, ইডি জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডিকে চ্যালেঞ্জ করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।

আরও পড়ুন-প্রার্থী করার প্রতিশ্রুতি, পাঁচ কোটির প্রতারণা গেরুয়া শিবিরের নেত্রীর

বুধবার দীর্ঘক্ষণ তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রতিবারের মতোই জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে বেরিয়ে, তদন্তকারী সংস্থাকেও তোপ দাগেন অভিষেক। এদিন তিনি ইডিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন,’ আগে বলেছিলাম জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, আজ বলছি মাইনাস ২, শুধু শুধু সময় নষ্ট। যাঁরা ইডি-তে কাজ করছেন, তাঁদের কোনও দোষ দেখি না, তাঁরা কর্তব্য পালন করছেন। রাজনৈতিক প্রভুদের খুশি করতে অনেক সময়, অনেক কাজ ইচ্ছের বিরুদ্ধে গিয়েই করতে হয়। তাঁদের কারও উপর আমার রাগ নেই। সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। জানি ভোট এলে আবার ডাকবে। আবার ২ মাস পরে ডাকবে। তখন মাইনাস ৪ হবে।’

আরও পড়ুন-দিনের কবিতা

এদিন তিনি আরও বলেন, ‘প্রমাণ থাকলে ইডি আমায় গ্রেফতার করুক, আমি চাই আমায় গ্রেফতার করুক, তাহলে আমার বয়ান আদালতে জমা দিতে হবে। সবাই দেখতে পাবেন কী বলেছি আমি, তাহলেই সবাই বুঝতে পারবেন আসল ঘটনাটা কী।’

 

Latest article