প্রতিবেদন : দিল্লির নির্বাচন যতই এগিয়ে আসছে বিপর্যয়ের দুঃস্বপ্ন ততই ঘুম কেড়ে নিচ্ছে বিজেপির। মরিয়া হয়ে তাই তারা এবার বিরোধীদের উপরে হামলার পথ ধরল। শনিবার দিল্লি কেন্দ্রে প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে কেজরিওযালের গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন বিক্ষোভ দেখাচ্ছেন।
আরও পড়ুন-কানাডার প্রধানমন্ত্রী পদে মনোনয়ন ভারতীয় বংশদ্ভুত চন্দ্র আর্যের
উত্তেজনার মধ্যেই তাঁর গাড়িতে এসে পড়ে একটি বিশাল পাথর। আপ কর্মী-সমর্থকদের অনেকেরই দাবি, কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পরবেশ ভার্মার মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। কালো পতাকা হাতে কিছু লোক কেজরিওয়ালের গাড়ির খুব কাছে পৌঁছে গিয়েছিল। নিরাপত্তারক্ষীরা তাদের আটকাতে যায়। এই সময়ই গাড়িতে একটি আধলা ইট এসে পড়ে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আপ দলের পক্ষ থেকে লেখা হয়েছে, পরাজয়ের ভয়ে, আতঙ্কিত হয়ে অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা করার জন্য গুন্ডা নিয়োগ করেছে বিজেপি।