আদিবাসীদের ভিটেমাটি কেড়ে নিচ্ছে বিজেপির মদতপুষ্ট জমি মাফিয়ারা

জমি মাফিয়াদের দাপটে আদিবাসীরা ভিটেমাটি হারাচ্ছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। জোর করে কেড়ে নেওয়া হচ্ছে দরিদ্র আদিবাসীদের জমি।

Must read

ভোপাল: জমি মাফিয়াদের দাপটে আদিবাসীরা ভিটেমাটি হারাচ্ছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। জোর করে কেড়ে নেওয়া হচ্ছে দরিদ্র আদিবাসীদের জমি। এমনকী ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাঁদের বসবাসের মাটির কুঁড়েঘরও। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও প্রতিকার পাচ্ছেন না অসহায় গ্রামবাসীরা। উল্টে তাঁদের উপরে বেড়ে চলেছে নির্যাতন। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হল মধ্যপ্রদেশের শিউপুর জেলা। প্রশাসনের কাছে জমি দখলের অভিযোগ করেও কোনও সুরাহা না পেয়ে কারাসাল তহসিল অফিসের সামনে তহসিলদারের পা জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে লাগলেন এক আদিবাসী মহিলা এবং তাঁর পুত্রবধূ। তহসিলদার রোশনি শেখের পা জড়িয়ে ধরে আদিবাসী মহিলা সাবিত্রী এবং তাঁর পুত্রবধূ আকূল হয়ে বললেন, ম্যাডাম, কিছু একটা করুন। তা না হলে আত্মহত্যা করতে হবে আমাদের। ২ আদিবাসী মহিলার অভিযোগ, গ্রামের প্রভাবশালী লোকেরা জোর করে তাঁদের পৈতৃক জমি কেড়ে নিয়েছেন। শুধু তাই নয়, তাঁদের মাথাগোঁজার শেষ সম্বল মাটির কুঁড়েঘরও ভেঙে দিয়েছে জমি মাফিয়ারা। প্রতিবাদ করতে গিয়ে রীতিমতো লাঞ্ছিত হতে হয়েছে তাঁদের। অনুনয় বিনয় করেও কোনও কাজ হয়নি। তাঁদের মাথা গোঁজার একমাত্র ঠাঁই ভেঙে দিয়ে সেখানে পাকাবাড়ি তৈরি করছে প্রভাবশালী দখলদাররা। সাবিত্রী ক্ষোভের সঙ্গে জানান, থানায় এবং তহসিল অফিসে অনেকবার অভিযোগ জানিয়েও থামানো যায়নি জমি মাফিয়াদের।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টেই যাচ্ছে ফেডারেশন, অধিনায়কদের সঙ্গে নিষ্ফলা বৈঠক কর্তাদের

ক্রন্দনরত দুই অসহায় আদিবাসী মহিলার মুখে করুণ কাহিনি শুনে সিঁড়িতেই বসে পড়েন তহসিলদার রোশনি শেখ। তিনি আশ্বাস দেন, ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। জমি মাফিয়াদের দৌরাত্ম বন্ধ করতে দ্রুত পদক্ষেপ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি। তাঁদের জমি অবিলম্বে ফিরিয়ে দিতে কড়া ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
এদিকে, স্থানীয় সমাজকর্মীরা জানিয়েছেন, শুধু সাবিত্রীর পৈতৃক ভিটেমাটি কেড়ে নেয়নি মাফিয়ারা, কারহাল এলাকার আরও বহু আদিবাসীও মাফিয়াদের দৌরাত্মে জমি হারাচ্ছেন। বারবার দৃষ্টি আকর্ষণ করেও প্রতিকার পাননি অসহায় আদিবাসীরা। তাঁদের অভিযোগ, বিজেপি এবং গেরুয়া প্রশাসনের প্রত্যক্ষ মদতেই মধ্যপ্রদেশে বাড়বাড়ন্ত জমি মাফিয়াদের। তারা কেড়ে নিচ্ছে আদিবাসীদের জায়গা-জমি।

Latest article