প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের চাপে ওয়াকফ সংশোধন সংক্রান্ত জেপিসির মেয়াদ বৃদ্ধি করতে রাজি হলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই সোমবার মূলত সওয়াল করলেন জেপিসির মেয়াদ বৃদ্ধির পক্ষে। চলতি সপ্তাহের শেষেই সংসদে পেশ হওয়ার কথা জেপিসি রিপোর্ট৷ তার আগেই জেপিসির ভূমিকা নিয়ে সুর চড়ালো বিরোধী শিবির৷ সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে জেপিসি এবং তার চেয়ারম্যান জগদম্বিকা পালের আচরণ নিয়ে তোপ দাগেন বিরোধী শিবিরের জেপিসি-সদস্যরা৷ যাবতীয় সংসদীয় পরম্পরা ও রীতি ভেঙে সংখ্যালঘুদের অধিকার খর্ব করে ওয়াকফ সংশোধনী বিল পাসের চেষ্টা যে তাঁরা কোনওভাবেই বরদাস্ত করবেন না, তা অধ্যক্ষকে স্পষ্টভাষায় জানিয়ে দিলেন বিরোধী সাংসদরা৷ এই প্রসঙ্গেই জেপিসির মেয়াদ বৃদ্ধির দাবি জানান তাঁরা৷ বিরোধী শিবিরের অনড় মনোভাব বুঝতে পেরেই লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন তিনি জেপিসির মেয়াদ বৃদ্ধি করার চিন্তা করছেন৷ বিরোধী শিবির বিশেষত তৃণমূল কংগ্রেসের চাপে পড়েই ওয়াকফ বিল নিয়ে যে পিছু হটতে চাইছে মোদি সরকার, তার আভাস মিলেছে লোকসভার স্পিকারের এদিনের অবস্থানেই, দাবি সংসদীয় সূত্রের৷
আরও পড়ুন-জনসন-উমরানের গতি কেকেআরে রাহানেও
সোমবার স্পিকারের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এসে বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সবাই স্পিকারকে বলেছি, যেভাবে সংসদীয় রীতি পরম্পরাকে বুলডোজ করছে জেপিসি, তা একেবারেই বৈধ নয়৷ সব রাজ্য সরকারের বক্তব্য শোনা হয়নি, সব পক্ষকে তাদের অভিমত জানাতে দেওয়া হয়নি৷ এই পরিস্থিতিতে ওয়াকফ সংশোধনী বিল পাস করা নিয়ে এত বেশি তাড়া কিসের ? এভাবে চাপ দিয়ে কোনও বিল পাস করানো যেতে পারে না৷ স্পিকার আমাদের কথা মন দিয়ে শুনেছেন, তিনি বলেছেন, আমাদের ভাবনাকে তিনি সম্মান করেন৷ গোটা বিষয়টি তিনি নিজে পর্যালোচনা করবেন৷ জেপিসির মেয়াদ বাড়াবেন৷ এই আবহে সরকার শেষ পর্যন্ত জেপিসির মেয়াদ বাড়ায় কি না, সেদিকেই এখন তাকিয়ে বিরোধী শিবির৷
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…