সংবাদদাতা, নন্দীগ্রাম : বিরোধী দলনেতার উসকানিতে নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের ওপর বিজেপির লাগাতার হামলা চলছে। মঙ্গলবার ভোররাতে কালীচরণপুরে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
আরও পড়ুন-গরিবের গ্রাস যারা কাড়ে, তাদের ক্ষমা নয়, নবদ্বীপের সভায় বললেন পরিবহণমন্ত্রী
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রামপঞ্চায়েত এলাকার কালীচরণপুরে আজ ভোর সাড়ে তিনটে নাগাদ তৃণমূল কর্মী সঞ্জয় দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকেই। সঞ্জয়ের অভিযোগ, ভোরে বাড়ির বাইরে বোমাবাজির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখেন, তাঁদের নতুন নির্মীয়মাণ মাটির বাড়িতে আগুন জ্বলছে। আশপাশের লোকজনকে চিৎকার করে ডেকে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুরো বাড়ি পুড়ে ছাই। বিজেপির নন্দীগ্রাম এক দক্ষিণ মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি একে পারিবারিক গন্ডগোলের জের বলে চালিয়ে দিতে চেয়েছেন।