উত্তপ্ত দিনহাটা (Dinhata)। ভোটের দিন সকল থেকেই অশান্তি অব্যাহত। এবার সেখানে ভোট (Vote) বন্ধ করে দিতে হল। ব্যালক বক্সে (Ballot box) জল ঢেলে দেওয়া হয়। প্রিসাইডিং অফিসার এই বিষয়ে অবশেষে মুখ খোলেন। তিনি জানান, সকালে বিজেপি প্রার্থী এসে জানায় তার এজেন্ট আসেনি তাই এই বাক্স খুলে দেখতে হবে। অফিসার রাজি না হাওয়ায় ব্যাগ থেকে জলের বোতল বের করে বাক্সে জল ঢেলে দিলেন। এখনো পর্যন্ত পড়া সব ভোট নষ্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-পশ্চিম মেদিনীপুরে উন্নয়নই রুখে দিল অশান্তিকে
এদিন এই মর্মে টুইট করে তৃণমূল কংগ্রেস। লেখা হয়, ‘মর্মান্তিক এবং অপমানজনক! একজন বিজেপি প্রার্থী নির্লজ্জভাবে কোচবিহারের দিনহাটায় ব্যালট বাক্সে জল ঢেলে দিচ্ছেন, আর কেন্দ্রীয় বাহিনী সুবিধামত অন্য দিকে তাকিয়ে রয়েছে। এটাকেই কি তারা ‘সুষ্ঠু নির্বাচন’ বলে? কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তাদের দাবি এখন তাদের নোংরা কৌশল সক্ষম করার জন্য একটি গণনামূলক পদক্ষেপ বলে মনে হচ্ছে। এই স্তরের নির্লজ্জ নাশকতা গণতন্ত্রের অবমাননা।’
Shocking and disgraceful! A BJP candidate shamelessly pours water into the ballot box in Dinhata, Cooch Behar, while the Central Forces, conveniently look the other way. Is this what they call ‘fair elections’?
Their demand for deployment of Central Forces now seems like a… pic.twitter.com/ZGdYezFkZW
— All India Trinamool Congress (@AITCofficial) July 8, 2023