সংবাদদাতা, তমলুক: বাংলা সংস্কৃতির সঙ্গে বিজেপি যে একেবারেই বেমানান তা বহু আগেই প্রমাণিত। তার সাম্প্রতিক নজির মিলল ওদের ভারতছাড়ো আন্দোলনে শহিদ তর্পণ অনুষ্ঠানে। কোথায় অনুষ্ঠানের ভাবগম্ভীর পরিবেশ! একেবারে চটুল বাজনা বাজিয়ে পালন করল শহিদ তর্পণ। যা নিয়ে প্রবল নিন্দার ঝড় উঠল। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ঘটনার তীব্র নিন্দা করে বললেন, এই হল বিজেপির সংস্কৃতি।
আরও পড়ুন-পুলিশি তৎপরতায় মহিলা গ্যাং গ্রেফতার শিলিগুড়িতে
সোমবার তমলুকের ৬ নম্বর ওয়ার্ডের আবাসবাড়ি এলাকায় যেখানে ব্রিটিশেরগুলিতে মাতঙ্গিনী হাজরা শহিদ হয়েছিলেন। সেখানে তাঁর মূর্তিতে মাল্যদান করতে গিয়েই বিপত্তি বাধে। মন্ত্রী ও এলাকার বিধায়ক সৌমেন মহাপাত্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা যখন মাল্যদান করে বেরিয়ে আসছেন, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল চলে আসে। দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
আরও পড়ুন-কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণে সমস্যায় বাংলা
সৌমেন পরে বলেন, ‘আমরা পুলিশের অনুমতি নিয়ে নির্দিষ্ট সময় মতো শহিদ বেদীতে মাল্যদান করতে গিয়েছিলাম। কিন্তু বিজেপি ঝামেলা বাধিয়ে দেয়। ওরা তো শহিদ স্মরণে এসেছিল ব্যান্ড পার্টি নিয়ে। এই তো বিজেপির রুচি ।’ এদিন কাঁথিতে গান্ধীমূর্তিতে মাল্যদান করেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। ছিলেন, বিধায়ক উত্তম বারিক, মামুদ হোসেন, সুপ্রকাশ গিরি, সিদ্ধার্থ মাইতি, বিশ্বজিৎ মাইতি প্রমুখ।