আজ ত্রিপুরা (Tripura) সফর শেষ করে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা পৌঁছনোর পর থেকেই বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক। এবার আজ সকালে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি বেশ ক্ষুব্ধ সেই কথা স্পষ্ট হয়ে গেল।
আরও পড়ুন-‘কংগ্রেসকে দুর্বল করা আমাদের উদ্দেশ্য নয়,বিজেপিকে হারানোই আমার কাজ’ স্পষ্ট জানালেন অভিষেক
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটের হ্যান্ডেলে সাংবাদিকদের প্রতি বিপ্লব দেবের ব্যবহার নিয়ে মুখ খোলেন। তিনি লেখেন, ‘আমি আজ সকালে বিশিষ্ট সাংবাদিক এবং মিডিয়া হাউসের সাথে দেখা করেছি। বিপ্লব দেবের দুঃশাসনে কীভাবে কণ্ঠস্বর বারবার দমিয়ে রাখা হচ্ছে তা জানতে পেরে আমি হতবাক। বিজেপির স্পষ্টতই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি কোনো শ্রদ্ধা নেই! আমাদের জনগণের অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। সাংবাদিকদের সত্য প্রকাশের স্বাধীনতা দিতে হবে। ত্রিপুরার মানুষ এর চেয়ে ভালো কিছু প্রাপ্য।’