প্রতিবেদন : বর্ষশেষের শহরে মিলল বিপুল অস্ত্রের ভাণ্ডার! স্ট্র্যান্ড রোড ও আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকা থেকে অত্যাধুনিক অস্ত্র, কার্তুজ-সহ তিন যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। তার মধ্যে একজন আবার বিজেপি নেতা রাকেশ সিং ঘনিষ্ঠ! পুলিশ সূত্রে খবর, ভোটের আগে বিজেপি নেতার নির্দেশেই অস্ত্র মজুত করা হয়েছিল। মঙ্গলবার, গোপন সূত্রে খবর পেয়ে স্ট্র্যান্ড রোডে অভিযান চালান এসটিএফের আধিকারিকরা। সন্দেহজনক দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে দুটি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে একটি ৭.৬৫ এমএম ও দুটি ওয়ান শটার। তার সঙ্গে মেলে ২১ রাউন্ড কার্তুজ। সঙ্গে সঙ্গে দুই যুবককে গ্রেফতার করা হয়। দুই ধৃত রবীন্দ্র প্রসাদ (৩২) ও জিতেন্দ্র প্রসাদ (২৯) হাওড়া সালকিয়ার পিলখানা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন-গঙ্গাসাগর মেলায় পরিবহণ-প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী
অন্যদিকে, এদিন কাকভোরে আলিপুর চিড়িয়াখানার পাশে অরফানগঞ্জ এলাকায় অস্ত্র মজুতের খবর পেয়ে বম্ব স্কোয়াডকে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ১১টি বেআইনি আগ্নেয়াস্ত্র। এতগুলি আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে রাজেশকুমার সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এই রাজেশ বিজেপি নেতা রাকেশ সিংহের পরিচিত। পুলিশ জানিয়েছে, রাকেশের নির্দেশেই অস্ত্র মজুত করা হয়েছিল। তিনমাস আগে ওই এলাকায় অস্ত্রগুলি আনা হয়। কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) প্রিয়ব্রত রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অভিযুক্ত তো বটেই, এই অস্ত্রের সঙ্গে যুক্ত আরও অনেকেই বিজেপি নেতা রাকেশের ঘনিষ্ঠ। আপাতত অনুমান, আগ্নেয়াস্ত্রগুলি মুঙ্গের থেকে আনা হয়ে থাকতে পারে।

