টাকা না দিলে নাম বাদ হুমকি বিজেপি ঘনিষ্ঠর

এই ভয় দেখিয়েই এক কাঠ ব্যবসায়ী ও কর্মচারীর থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি ঘনিষ্ঠ ইউটিউবারের বিরুদ্ধে।

Must read

সংবাদদাতা, কোন্নগর : টাকা না দিলেই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই ভয় দেখিয়েই এক কাঠ ব্যবসায়ী ও কর্মচারীর থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি ঘনিষ্ঠ ইউটিউবারের বিরুদ্ধে। তবে গ্রেফতারির ভয়ে সেই টাকা অভিযুক্ত ব্যক্তি ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-২৬-এ প্রধান বিরোধী থাকবে কি না সংশয়ে বিজেপিই : ঋতব্রত

ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে কানাইপুর বারোজীবী এলাকায়। এসআইআর আতঙ্কে যখন দিকে দিকে আত্মহত্যা করছে মানুষ, সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা লুটতে চাইছে বিজেপি। হুগলির রিষড়া বারোজীবী এলাকায় কাঠের ব্যবসা করেন এক ব্যক্তি। বছর দুয়েক আগে কাজের প্রয়োজনে এক যুবককে দোকানে রাখেন ব্যবসায়ী। সেই কর্মচারী যুবককে বাংলাদেশি বলে দাগিয়ে তাঁর থেকে এক ইউটিউবার ৪০ হাজার টাকা চান। কিন্তু এত টাকা দেওয়ার ক্ষমতা না থাকায় পরে ১৫ হাজার টাকা নেন বলে অভিযোগ।

Latest article