প্রতিবেদন: সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। হবে পূর্ণাঙ্গ বাজেট পেশ। তার আগে কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদল বৈঠকে কার্যত কোণঠাসা বিজেপি। বাজেট পেশের আগে সর্বদল বৈঠক ডাকা হলেও দেশের একাধিক বিতর্কিত ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে বৈঠক উত্তাল করলেন বিরোধীরাই। এমনকী শরিক ও সমর্থক দলগুলির দাবি ঘিরেও তৈরি হল বিতর্ক।
আরও পড়ুন-রিচা-হরমনে জয় ও কার্যত শেষ চার
স্পিকার নির্বাচন হলেও লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনে এখনও ঢিলেমি দেখিয়ে চলেছে বিজেপি। বিরোধী জোটের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের দাবি করা হলেই বিজেপির কাছে স্পষ্ট হয়ে যায়, এই পদের জন্য ভোটাভুটি হলে বিরোধীদের পক্ষেই রায় যাওয়ার সম্ভাবনা। ফলে কৌশলী পদক্ষেপে সেই পদ খালি রেখেছে বিজেপি। রবিবার বিরোধীদের পক্ষ থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের দাবি সর্বদল বৈঠকে জানান কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। সেইসঙ্গে নিট ও নেট পরীক্ষার দুর্নীতি নিয়েও সরব হন বিরোধীরা। বৈঠকে কানওয়ার যাত্রা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের অসাংবিধানিক নীতির সমালোচনা করা হয়। কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টি ও আপ এই বিষয়টি নিয়ে সরব হয়। ইতিমধ্যেই এনডিএ জোট শরিকরা এই নিয়মের বিরোধিতায় সরব হয়েছে। বিরোধীদের পাশাপাশি এনডিএ জোট শরিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ২১ জুলাই শহিদ দিবস থাকায় তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন না তা দলের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। বিহারের জেডিইউ, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ও ওড়িশার বিজেডির পক্ষ থেকে রাজ্যগুলির স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাসের জন্য আবেদন করা হয়। তবে অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় থাকার পরেও চন্দ্রবাবু নাইডুর টিডিপির পক্ষ থেকে এই স্ট্যাটাসের দাবিতে কোনও আবেদন না আসায় তাদের সুবিধাবাদী নীতির সমালোচনা করে কংগ্রেস।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…