সংবাদদাতা, পুরুলিয়া : টিকিট না পেয়ে যাঁরা গোঁজ প্রার্থী হয়েছেন, তাঁদের কোণঠাসা করতে রবিবাসরীয় প্রচারে পুরুলিয়া পুরসভার সেই ওয়ার্ডগুলোতে ঝড় তুললেন জেলা তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব। বিশেষত সংখ্যালঘু এলাকায় দিনভর প্রচার চলেছে। ৮নং ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী ফাইজল কামাল আসরফ। এখানে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন তৃণমূল (Trinamool Congress) বোর্ডের প্রাক্তন পুরপ্রধান সামিম দাদ খান। দলত্যাগী এই নেতা কলকে পাচ্ছেন না প্রচারে। জেলা সভাপতি সৌমেন বেলথরিয়াকে স্থানীয় মানুষ পুষ্পস্তবক দিয়ে বরণ করে বুঝিয়ে দেন, তাঁদের সমর্থন কোন দিকে। ঝালদা, রঘুনাথপুরেও প্রচার চলেছে। জেলা মহিলা তৃণমূল সভানেত্রী নমিতা সিং মুড়া একাধিক ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন। জেলা তৃণমূলের অভিভাবক, দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো চরকিপাক খেয়েছেন গোটা পুরুলিয়ায়। বলেন, বেইমানরা কাজ করে না। তারা আখের গোছায়। ওরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে ইতিমধ্যে। আরও নিঃসঙ্গ হয়ে পড়বে।