প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার দুদিন পরেও বিজেপি তাদের প্রার্থীর নাম ঠিক করতে পারল না! ফলে বিজেপি রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে। জানা গিয়েছে, বিজেপির একাংশ চাইছে দিনহাটার কোনও মুখকে উদয়ন গুহের বিরুদ্ধে প্রার্থী করতে। গতবার নির্বাচনে জিতে বিধায়কপদ ছেড়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে নিশীথ প্রামাণিক এখন দিল্লিতে। তাই বিজেপি নেতাদের এমনিতেই দিনহাটার নিচুতলার কর্মীদের কাছে জবাব দিতে হবে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ আগেভাগেই দিনহাটায় মিটিং-মিছিল শুরু করে দিয়েছেন। নির্বাচনের পর বিজেপিকে দিনহাটায় সেভাবে ময়দানে কোনও কর্মসূচিতে দেখেননি সাধারণ মানুষ
আরও পড়ুন : “লখিমপুরের ঘটনায় নিন্দার ভাষা নেই”, মন্দির-গুরুদ্বারে প্রার্থনা করে বললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
এই অবস্থায় উদয়নের প্রতিপক্ষ কে হবেন, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। জানা গিয়েছে, সোমবার ঘোষণা হতে পারে বিজেপি প্রার্থীর নাম। নির্বাচনী কমিটি ঘোষণা করেছে তারা। তাতে নিশীথ প্রামাণিককে পর্যবেক্ষক ও জেলার ছয় বিধায়ক-সহ বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তকে সহ-পর্যবেক্ষক করেছে দল। যদিও বিজেপির একাংশ এবারের উপনির্বাচনে দীপ্তিমানকে প্রার্থী করতে চেয়েছিল। উদয়নের বিরুদ্ধে তিনি হতে পারতেন অন্যতম মুখ। তাঁকে সহ-পর্যবেক্ষক করায় টিকিট পাওয়ার সম্ভাবনা নেই। দীপ্তিমান বলেন, প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তবে যিনি প্রার্থী হবেন, তিনিই জিতবেন। উদয়ন গুহের হার নিশ্চিত। যদিও উদয়ন-ঘনিষ্ঠদের দাবি, উদয়নের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার মত মুখই নেই বিজেপির!