সংবাদদাতা; কাঁথি : পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক সমবায় নির্বাচনে তৃণমূলের কাছে ধরাশায়ী হচ্ছে বিজেপি। এবার জেলার ভগবানপুর সমবায় সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি। বুধবার ছিল ভগবানপুর ২ ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের ইক্ষুপত্রিকা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট। সেখানে কার্যত দেখা গেল সবুজ-ঝড়। এই সমবায়ে মোট আসন ১২টি। নির্বাচনের ফল প্রকাশ হতে দেখা যায়, সবকটিই পেয়েছে তৃণমূল। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করতে চলেছে দল। উল্লেখ্য, জুখিয়া গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের হাতেই। ইক্ষুপত্রিকা সমবায়ও আগে তৃণমূলের হাতেই ছিল। দু’বছর আগে এই সমিতির পরিচালকমণ্ডলীর মেয়াদ শেষ হয়। তবে হাইকোর্টে আইনি জটের কারণে এতদিন নির্বাচন হয়নি। হাইকোর্টের নির্দেশেই বুধবার নির্বাচন হল। সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এই সমবায়ের মোট ভোটার ৮৩৯-এর মধ্যে বুধবার ভোট পড়ে ৭৪৫টি। দুটো পর্যন্ত ভোটগ্রহণের পর শুরু হয় গণনা। আর একের পর এক আসনে জয়লাভ করেন তৃণমূল প্রার্থীরা। এই বিপুল জয়ের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবির মেখে ও মিষ্টিমুখ করে জয়োল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান ভগবানপুর ২ ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মানব পড়ুয়া জানান, এর থেকে প্রমাণিত মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।