ধরাশায়ী বিজেপি, খেজুরির দুই সমবায়ে বিপুল জয় তৃণমূলের

একই দিনে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। দুটি সমবায়েই তৃণমূল প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।

Must read

সংবাদদাতা, খেজুরি : একই দিনে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। দুটি সমবায়েই তৃণমূল প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। জানা গিয়েছে, খেজুরি ১ ব্লকের বিক্রমনগর কল্যাচক ঠাকুরনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে মোট ৯টি আসনের সব ক’টিই জিতে নেয় তৃণমূল। গোহারা হয় বিজেপি। এই সমবায় আগেও তৃণমূলের হাতেই ছিল। এটি যে লাক্ষী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতও বর্তমানে তৃণমূলের দখলে। তৃণমূলের এই বিপুল সাফল্যে শনিবার সবুজ আবির নিয়ে বিজয়োল্লাসে মেতে ওঠেন নেতা-কর্মীরা। এই সমবায়ের মোট ভোটার ৭০৩। ভোট পড়ে ৬৩১টি। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বিমান নায়ক, ব্লক তৃণমূল সভাপতি অরূপ দাস-সহ অন্যরা।

আরও পড়ুন-নিয়ন্ত্রণ হারিয়ে ২০টি গাড়িকে ধাক্কা কন্টেনারের, মৃত ১, আহত ১৮

তাঁরা বলেন, মানুষ বিজেপির রূপ বুঝে গিয়েছে। তাই যেখানেই ভোট হচ্ছে তৃণমূল জিতছে। অন্যদিকে শনিবার খেজুরি ২ ব্লকের দেখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচনেও মোট ৯ আসনের ৬টিতেই জয় পায় তৃণমূল। বাকি তিনটি বিজেপি। ফলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ওই সমবায়েও বোর্ড গঠনের পথে তৃণমূল। বছরখানেক আগে এই সমবায়ের মেয়াদ শেষ হয়। মাসখানেক আগে নির্বাচন ঘোষণা হতেই তৃণমূলের বিরুদ্ধে মাঠে নেমে পড়ে বিজেপি। সব ক’টি আসনেই প্রার্থী দেয় দুই দলই। শনিবার কড়া নিরাপত্তায় নির্বাচন হয়। এই সমবায় যে হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে সেখানে বর্তমানে বিজেপি ক্ষমতায়। খেজুরি বিধানসভাও বিজেপির দখলে। তাই এই এলাকায় তৃণমূলের জয় বড়সড় সাফল্যই বলা চলে। এই সমবায়ে মোট ভোটার ৬৬১। ভোট পড়েছে ৬৪৯টি। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান খেজুরি ২ ব্লক তৃণমূল সভাপতি সমুদ্ভব দাশ, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ দাস-সহ অন্যরা। তাঁদের বক্তব্য, মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, ভোট বাক্সই তার প্রমাণ। মানুষ যেখানেই ভোট দিতে পারবে সেখানেই বিজেপি হারবে।

Latest article