বিজেপির স্বৈরাচার! কল্যাণ-সহ ১০ সাংসদকে ফের সাসপেন্ড, প্রতিবাদ

শুক্রবার জেপিসি বৈঠকে ন্যক্কারজনক কাণ্ডকারখানা দেখে প্রতিবাদে ফেটে পড়েন তৃণমুল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : বিজেপির নোংরা রাজনীতি অব্যাহত। বিরোধী কণ্ঠরোধ করার জন্য যত রকমের ফন্দি-ফিকির করা যায় তার সবটাই চলছে। উদ্দেশ্য একটাই— বিরোধী জোট যাতে কোনও বিষয়েই কোনও প্রশ্ন তুলতে না পারে। প্রশ্ন তুললেই কোনও না কোনও অজুহাতে বিষয়টা ঘেঁটে দাও। শুক্রবার এই চিত্রনাট্যের বাস্তব রূপায়ণ দেখল দেশবাসী। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে (জেপিসি) বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করতেই তুলকালাম বেধে গেল। বিজেপির ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হতেই গায়ের জোরে সাসপেন্ড করা হল ১০ বিরোধী দলের সাংসদকে। শুক্রবার জেপিসি বৈঠকে ন্যক্কারজনক কাণ্ডকারখানা দেখে প্রতিবাদে ফেটে পড়েন তৃণমুল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির নিশিকান্ত দুবের সঙ্গে তুমুল বচসা হয় তাঁর। বাকি বিরোধী সাংসদরা কল্যাণের সমর্থনে পাশে দাঁড়ান। ঘটনার প্রেক্ষিতে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বৈঠক মুলতুবি রাখা হয়েছে।

আরও পড়ুন-কেন সিবিআই তদন্ত হবে না! ইভেন্ট ম্যানেজার দিয়ে লোক খ্যাপানোর চেষ্টা?

এ-বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের এত তাড়াহুড়ো কীসের? তৃণমূল সাংসদের অভিযোগ, তাঁরা বারবার দাবি জানান ৩০, ৩১ জানুয়ারি বৈঠক ডাকা হোক। কিন্তু, সেই অনুরোধে কর্ণপাত করেনি শাসকদল। দিল্লি বিধানসভার নির্বাচনের আগে ওয়াকফ বিল সংশোধন নিয়ে অকারণ তাড়াহুড়ো করছে বিজেপি। তিনি বলেন, গতকাল রাতে আমরা সকলে যখন দিল্লি এসে পৌঁছোই, আচমকাই বৈঠকের আলোচ্যসূচি বদলে দেওয়া হয়। যদিও এর আগে আমাদের বলা হয়েছিল, বৈঠকে আলোচনা হবে পর্যায়ক্রমে। কল্যাণের অভিযোগ, বৈঠকে যা চলছিল সেটা এককথায় অঘোষিত জরুরি অবস্থা। স্পিকার কারও কথাই শুনছিলেন না। তৃণমূল সাংসদের কথায়, ওরা বিরোধী সদস্যদের কোনও সম্মানই দিচ্ছে না। যৌথ সংসদীয় কমিটিকে একটি প্রহসনে পরিণত করেছে।
উল্লেখ্য, ২০ জানুয়ারি কলকাতায় জেপিসি-র বৈঠক হয়। ২১ তারিখ শেষ ট্যুর ছিল লখনউয়ে। তার পর কমিটির তরফে জানানো হয়, ২৪ ও ২৫ জানুয়ারি ওয়াকফ বিল নিয়ে বৈঠক হবে। কিন্তু তার বিরোধিতা করেন বিরোধী সাংসদ। কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের কাছে দিন পিছিয়ে ৩০-৩১ জানুয়ারি করার অনুরোধ জানান তাঁরা। কিন্তু সেই দাবি মানেনি কমিটি। ২৪ তারিখ জম্মু-কাশ্মীরের সাংসদদের বক্তব্য শোনা হবে। ২৭ তারিখ অন্যান্য সাংসদের বক্তব্য শোনা হবে। এর প্রতিবাদ করেন কল্যাণেরা। এত তাড়াহুড়ো কেন? প্রশ্ন তোলেন তাঁরা। এই নিয়ে নিশিকান্তের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। তর্কাতর্কি এমন জায়গায় পৌঁছায় যে, মার্শাল ডাকা হয়। এর পর কল্যাণ, এ রাজা, সঞ্জয় সিংহ-সহ ১০ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়।

আরও পড়ুন-বাস পরিষেবা হবে যাত্রীকেন্দ্রিক, বৈঠকে নির্দেশ পরিবহণমন্ত্রীর

তাঁরা বারবার দাবি জানান ৩০, ৩১ জানুয়ারি বৈঠক ডাকা হোক। কিন্তু, সেই অনুরোধে কর্ণপাত করেনি শাসকদল। দিল্লি বিধানসভার নির্বাচনের আগে ওয়াকফ বিল সংশোধন নিয়ে এত তাড়াহুড়ো করছে বিজেপি— অভিযোগ কল্যাণের। তিনি বলেন, গতকাল রাতে আমরা সকলে যখন দিল্লি এসে পৌঁছই, আচমকাই বৈঠকের আলোচ্যসূচি বদলে দেওয়া হয়। যদিও এর আগে আমাদের বলা হয়েছিল, বৈঠকে আলোচনা হবে পর্যায়ক্রমে। কল্যাণের অভিযোগ, “বৈঠকে যা চলছিল সেটা এককথায় অঘোষিত জরুরি অবস্থা। স্পিকার কারও কথাই শুনছিলেন না”। তৃণমূল সাংসদের কথায়, ওরা বিরোধী সদস্যদের কোনও সম্মানই দিচ্ছে না। যৌথ সংসদীয় কমিটিকে একটি প্রহসনে পরিণত করে দিয়েছে ওরা।
সূত্রের খবর, কল্যাণদের অনুপস্থিতিতেই ২৭ জানুয়ারি বৈঠক হবে। তার পর চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। তৃণমূলের পাশাপাশি, কংগ্রেস, ডিএমকে, এসপি, আপ, মিম-সহ প্রায় সব বিরোধীদলের বক্তব্য, ওয়াকফ বিল সংবিধান-বিরোধী। এই বিল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত করবে। বিলে বলা হয়েছে, আগামী দিনে কোনও সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণা করার অধিকার ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। ওই ক্ষমতা তুলে দেওয়া হবে জেলাশাসকদের হাতে। বিরোধীদের অভিযোগ, নতুন আইনের ফলে ক্ষমতা জেলাশাসকের হাতে চলে যাবে। ফলে তিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের থেকেও শক্তিশালী হয়ে উঠবেন। যাবতীয় গুরুত্ব হারাবে বোর্ড। এই নিয়ে বিস্তারিত আলোচনা চাইছে বিরোধীরা। কিন্তু তাঁদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।

Latest article