প্রতিবেদন : বিচারবিভাগ এবং প্রশাসনের দ্বন্দ্বে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে বিল পাস করানো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই।
আরও পড়ুন-আর এক স্বৈরাচারী বিল কেন্দ্রের
তামিলনাড়ুর সরকার বনাম রাজ্যপাল দ্বন্দ্বে ১২ এপ্রিলের রায় নতুন করে খতিয়ে দেখা হবে না বলেই মত প্রকাশ করেছে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। মৌখিক পর্যবেক্ষণে বেঞ্চ বলেছে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে মতামত জানতে চাইতেই পারেন। সংবিধানের ১৪৩ নম্বর ধারা নিয়ে তারা আইনি ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু, আগের রায় পুনর্বিবেচনা করার ক্ষমতা তারা প্রয়োগ করছে না। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে। সেই রায়ে এ দিন বেঞ্চ স্পষ্ট করেছে, তামিলনাড়ুতে বিল পাস করানো নিয়ে ‘বিরূপ পরিস্থিতি’ তৈরি হয়েছে। সংবিধানের মর্যাদা রক্ষার জন্য আদালত বাধ্য হয়েছে হস্তক্ষেপ করতে। শীর্ষ আদালতের প্রেসিডেন্সিয়াল রেফারেন্স বেঞ্চ এ নিয়ে মতামত দিতে পারে শুধু। ওই রায় খারিজ করবে না। ১৪৩ নম্বর ধারায় জনস্বার্থে গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার ক্ষমতা দেওয়া হয়েছে।