প্রতিবেদন: সাম্প্রদায়িক উসকানি দিয়ে গোয়ার সামাজিক পরিবেশ বিষাক্ত করতে চাইছে বিজেপি। শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুথালিককে গোয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার পর বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। গোয়া বিধানসভায় রাজ্যপালের ভাষণের জবাব দিতে গিয়ে গোয়া ফরোয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই বলেন, আগে বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর পারিকর শ্রীরাম সেনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কারণ ওই সংগঠনের প্রধান সাম্প্রদায়িক ও উসকানিমূলক ভাষণ দিতেন। পারিকর কি পাগল ছিলেন, নাকি মুথালিক তাঁর পথ পরিবর্তন করেছেন?
আরও পড়ুন-এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, ২০১৪ সালে যখন মনোহর পারিকর গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন মুথালিকের গোয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। কারণ, তিনি গোয়ায় তাঁর সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত ঘোষণা করে “মাদক, মদ ও পাব সংস্কৃতির বিরুদ্ধে লড়াই” করার কথা বলেছিলেন। পুলিশ রিপোর্টের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বলা হয়েছিল শ্রীরাম সেনার সদস্য এবং তাদের নেতার প্রবেশের ফলে রাজ্যে আইন-শৃঙ্খলা সমস্যা দেখা দিতে পারে এবং তাদের বক্তব্য সার্বিক শান্তি ও সম্প্রীতিকে ব্যাহত করবে। বিরোধীদের মতে, কী এমন ঘটল যে হঠাৎ সেই নিষেধাজ্ঞা তুলতে হল? তাহলে কি ফের সাম্প্রদায়িক উসকানি দিয়ে গোয়ার সামাজিক পরিবেশ নষ্ট করতে চায় রাজ্যের বিজেপি সরকার?