কল্কে পেল না বিজেপি, সমবায় ভোটে ৯ আসনেই জয়ী তৃণমূল

এই জয়ের মধ্য দিয়ে ২০২৬-এ নির্বাচনে সন্দেশখালি বিধানসভা নির্বাচনে যে বিজেপির পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে সেটাও একবার প্রমাণ করল।

Must read

সংবাদদাতা, সন্দেশখালি : কল্কে পেল না বিজেপি। সন্দেশখালির কৃষি সমবায় নির্বাচনে ন’টি আসনেই জয়ী তৃণমূল। বিজেপি যে পায়ের তলার মাটি হারিয়েছে এই নির্বাচনের ফল আরও একবার প্রমাণ করল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি দু-নম্বর ব্লকের খুলনা কৃষি সমবায় সমিতির নির্বাচনে ন’টি আসনেই তৃণমূলের জয়জয়কার। সবুজ আবিরে জয়যাপন করলেন কর্মী-সমর্থকেরা। এই জয়ের মধ্য দিয়ে ২০২৬-এ নির্বাচনে সন্দেশখালি বিধানসভা নির্বাচনে যে বিজেপির পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে সেটাও একবার প্রমাণ করল।

আরও পড়ুন-অভিষেকের অভিযোগ সত্যি প্রমাণিত! ১০০ দিনের কাজে বাংলাকে টাকাই দেয়নি কেন্দ্র

সন্দেশখালি বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত। সেখানেই আবার তৃণমূল সমবায় নির্বাচনে ফুল ফোটাল। ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক, যুব সভাপতি গৌড় রায়, দীপঙ্কর মৃধা, শফিকুল ইসলাম গাজি আজ বিজয়ী প্রার্থীদের গলায় মালা পরিয়ে সবুজ আবির খেলে মিষ্টিমুখের মধ্য দিয়ে বরণ করেন। বাপি সরদার, অঞ্জনা রায় মন্ডল, শঙ্কর দাস, পঞ্চানন বিশ্বাস-সহ মোট ৯ তৃণমূল প্রার্থী জয়ী হন। দিলীপ মল্লিক বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপি কুৎসা-অপপ্রচার করেছে সন্দেশখালির মানুষ তা ধরে ফেলেছেন। ২০২৬-এ বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Latest article