সংবাদদাতা, পুরুলিয়া : বিজেপির দখলে-থাকা রঘুনাথপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির ধনুকতোড় গ্রামে আবাস পেলেন বিজেপির মণ্ডল সহসভাপতি রাধানাথ মুখোপাধ্যায় ও তাঁর বৌদি পূর্ণিমা। মহকুমা প্রশাসনের কাছে তদন্তের আবেদন জানিয়েছেন স্থানীয় সুশান্ত ভট্টাচার্য। অভিযোগ পেয়েছেন, স্বীকার করেছেন মহকুমা শাসক তামিল ওভিয়া এস। বলেন, অভিযোগ নিয়ে তদন্ত হবে।
আরও পড়ুন-বাস্তবের গল্প হওয়ার গল্প
অভিযোগ, নীলডি পঞ্চায়েতের ধনুকতোড় গ্রামে বাস করেন বিজেপির মণ্ডল সহসভাপতি রাধানাথ মুখোপাধ্যায়। তাঁদের পরিবার সচ্ছল। দোতলা বাড়ি আছে। তবু তাঁরা জবকার্ড করিয়ে রেখেছেন। জবকার্ডের নিয়ম হল, পরিবারের একজনের নামে কার্ড হবে। অন্যরা তাতে যুক্ত থাকবেন। সেই কার্ডের সূত্রে বাড়ির অনুমোদন পেয়েছেন রাধানাথ এবং তাঁর বৌদি পূর্ণিমা। অর্থাৎ একই পরিবারে দুটি আবাস যোজনার বাড়ি পাচ্ছেন। এটা হয় না। রাধানাথ বলেন, আমি প্রতিবন্ধী, নিজের বাড়ি নেই। তাই আমি যোগ্য। তবে তাঁর দাবি বৌদির নাম আবাস তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন তাঁরা। তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, আবাস নিয়ে রাজনীতি চাই না। যেখানেই বেনিয়ম হয়েছে, প্রশাসন সেখানেই পদক্ষেপ করুক।