ত্রিপুরা : পুরসভা ভোটে অবাধ ছাপ্পার ভিডিও প্রকাশ্যে এল।
ত্রিপুরায় পুরভোটের আগে কড়া নিরাপত্তায় গোটা রাজ্যের প্রায় সব বুথকে মুড়ে ফেলেছে প্রশাসন।কিন্তু এটা যে শুধুই লোক দেখানো, একটি ভিডিও প্রকাশ্যে আসতেই অভিযোগের সত্যতা প্রমানিত হয়ে গেল।কারচুপির একটি ভিডিও প্রকাশ ছছেকরে অভিযোগ করেছে তৃণমূল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, কালো জামা পরা ওই যুবক অন্য ভোটারদের হয়ে দিব্যি ভোট দিচ্ছেন। ইভিএমকে আড়াল করে রাখা বক্সের এপারে দাঁড়িয়েই বোতাম টিপছেন তিনি। ঘরে বসে রয়েছেন নির্বাক ভোটকর্মীরা।বাইরে দাঁড়িয়ে রয়েছে নিরাপত্তারক্ষী। এসবকে তোয়াক্কা না করেই ওই যুবক ইভিএম–এর বোতাম টিপছেন।
আরও পড়ুন : KMC : পুরভোটে সন্ধের পরে নয় বড় মিটিং-মিছিল: কমিশন
ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, এক বয়স্ক মহিলা ভোট দেওয়ার জন্য ইভিএম মেশিনের কাছে গেলেন। কিন্তু মুখে মাস্ক, কালো জামা পরা ওই যুবক এগিয়ে গিয়ে উল্টো দিক থেকে হাত বাড়িয়ে ইভিএম মেশিনের বোতাম টিপে দিলেন।ওই বৃদ্ধা কিছু না বলেই এরপর বেরিয়ে চলে যান। এর পর আর ব্যক্তি ভোট দেওয়ার সময়ও ওই যুবকটি এসেছিলেন ইভিএমের কাছে।
সন্ত্রাস এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোটাররাও ভয়ে প্রতিবাদ করছেন না।ত্রিপুরা তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিওটি। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, ভিডিওটি আগরতলার ১৩ নম্বর ওয়ার্ডের একটি বুথের। ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর ছেলেই প্রকাশ্যে ছাপ্পা দিচ্ছেন বলে অভিযোগ।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…