গৌরী লঙ্কেশের খুনিদের মালা পরিয়ে সংবর্ধনা দিল বিজেপি

কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয়, ৮ জন জেল থেকে মুক্তি পাওয়ার পরেই তাদের গেরুয়া শিবিরের পক্ষ থেকে দেওয়া হয় প্রায় বীরের সংবর্ধনা।

Must read

প্রতিবেদন : হ্যাঁ, এতটাই নির্লজ্জ এবং অমানবিক গেরুয়া শিবির। সাংবাদিক গৌরী লঙ্কেশের নৃশংস হত্যাকাণ্ডে (Murder)অভিযুক্তদের জামিন হওয়ার পরে তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নিল তারা। স্বাগত জানাল গেরুয়া শিবিরে। নেপথ্যে নিশ্চিতভাবেই বিজেপি (BJP)। ৯ অক্টোবর বেঙ্গালুরুর বিশেষ দায়রা আদালত জামিন দেয় খুনের অভিযোগে ধৃত ৮ জনকে। এই নিয়ে গৌরী খুনে ধৃত ১৮ অভিযুক্তের মধ্যে ১৬ জনই জামিন পেয়ে গেল।

আরও পড়ুন-অনশন তুলতে এবার মুখরক্ষার পথ খুঁজছেন আন্দোলনকারীরা

কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয়, ৮ জন জেল থেকে মুক্তি পাওয়ার পরেই তাদের গেরুয়া শিবিরের পক্ষ থেকে দেওয়া হয় প্রায় বীরের সংবর্ধনা। তাদের স্বাগত জানাতে উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অভিযুক্তদের সংবর্ধনার ভিডিও দ্রুত ছড়িয়েও পড়ে সামাজিক মাধ্যমে। এর বিরুদ্ধে তীব্র ধিক্কারের ঝড় উঠেছে রাজ্যজুড়ে। নেটিজেনরা মন্তব্য করেছেন, মোদির নতুন ভারতে খুনি, ধর্ষণকারী, গণপিটুনিতে হত্যাকারীদের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়।

আরও পড়ুন-বিদায় রজনীতেও মণ্ডপে ঢল দর্শনার্থীদের, কাল কার্নিভাল

২০১৭-র ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির বাইরেই খুন হন সাংবাদিক গৌরী। মোটরবাইকে চেপে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে আততায়ীরা। অভিযুক্তদের সঙ্গে দুটি হিন্দুত্ববাদী সংগঠনের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি উঠে আসে তদন্তে।

Latest article