সংবাদদাতা, বালুরঘাট : বালুরঘাটে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দপ্তরের অনুষ্ঠানে ব্রাত্য সাংস্কৃতিক শহরের একাধিক সংস্থা-শিল্পীরা, আমন্ত্রণ পাননি জেলায় বসবাসকারী রাজ্যের মন্ত্রীও, উঠছে প্রশ্ন। উল্লেখ ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে ১১ মার্চ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রবীন্দ্রভবনে শুরু হয়েছে স্বাধীনতার ৭৫ বৎসর অমৃত মহোৎসব উপলক্ষে বীরগাথা নামাঙ্কিত সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন-গ্রুপ সি চাকরিহারা ২ অস্বাভাবিক মৃত্যু
অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। জানা গিয়েছে ভারত সরকারের সংস্কৃতি দফতরের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো বা অংশগ্রহণের সুযোগ কোনওটাই দেওয়া হয়নি সংস্কৃতির শহর হিসাবে গোটা রাজ্যে বন্দিত বালুরঘাট শহরের একাধিক সংস্থাকে। বালুরঘাটের সাংস্কৃতিক সংস্থা অর্পণ ফাউন্ডেশন-এর কর্ণধার প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন, অনুষ্ঠানে লোপামুদ্রা মিত্র-র মতন জনপ্রিয় গায়িকা এল, জানতেই পারলাম না, পরে শুনেছি, আমরা আমন্ত্রণ পাইনি, জানতে পারলে অনুষ্ঠান দেখতে যেতাম। বালুরঘাটের খ্যাতনামা নৃত্যশিল্পী সুপ্রভা মুখোপাধ্যায় বলেন অনুষ্ঠানে বালুরঘাটের সকল শিল্পী ও সংস্থাগুলিকে যুক্ত করে অনুষ্ঠান হলে ভাল হত।
আরও পড়ুন-আরটিআই আসল দলিল দেখাতে ব্যর্থ বিশ্বভারতী
তিনি বলেন যে সংস্থাগুলি ভাল কাজ করছে তাদেরকে এই অনুষ্ঠানে যুক্ত করলে ভাল হত। প্রশ্ন উঠেছে অনুষ্ঠানে আমন্ত্রণের বিষয় নিয়েও। অনুষ্ঠান শুভারম্ভের দিনে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-কে উপস্থিত থাকতে দেখা গেলেও উপস্থিত থাকতে দেখা যায়নি জেলায় বসবাসকারী রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বা তৃণমূলের অন্যান্য বিধায়কদের। রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তৃণমূল কংগ্রেসের একাংশ কটাক্ষ করে বলতে শুরু করেছে— তবে কি কেন্দ্রের টাকায় বিজেপির উৎসব চলছে? কেন্দ্রের টাকায় সাংস্কৃতিক উৎসবের নামে লোক জড়ো করছে বিজেপি? রাজনৈতিক মহলে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।