তেলিয়ামুড়া পৌর পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে সন্ধ্যায় স্কোয়াডিং বের হওয়ার সময় বিজেপির গুন্ডাবাহিনীরা মিছিলের মধ্যে ইট, পাটকেল ছুঁড়তে থাকে। তাতে গুরুতর ভাবে আহত হয় তৃণমূল কর্মী অনির্বান সরকার, জহর দাস, তিমির বরন ঘোষ, সৌম্য কান্তি মালাকার, পিন্টু দে এর মধ্যে জহর দাসকে ILS হাসপাতালে রেফার করা হয়।
আরও পড়ুন-চিংড়িঘাটায় বন্ধ হোক দুর্ঘটনা ,মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পুলিশকে
তিমির বরণ ঘোষকেও রেফার করা হয় কিন্তু বিজেপির গুন্ডাবাহিনীর রাস্তায় আটকে রেখে দেয়, আসতে দিচ্ছেনা। বাকিরা তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন এবং অনির্বান সরকারকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ এরেস্ট করে নিয়ে যায়।
মজলিসপুর, মান্দাই সহ আরও কয়েকটি বিধানসভা থেকে জড়ো হয়ে বিজেপির গুন্ডাবাহিনীরা এই আক্রমন চালায়, পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়।।