আদালতের নির্দেশ উপেক্ষা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাঙালিদের (Bengali_Bangladesh) ভারতে ফেরানোর ব্যবস্থা নিল না কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলা বিরোধী মানসিকতা জারি রেখে সোনালি বিবিসহ ছয়জনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল ডবল ইঞ্জিন সরকার। কলকাতা হাইকোর্টে এবং তারপরে ঢাকার আদালত সেই ছয়জনকে ভারতে পাঠানোর নির্দেশ দিলেও চার সপ্তাহের মেয়াদ পেরোনোর পরেও তাদের ভারতে ফেরানোর কোনও উদ্যোগই নেওয়া হল না। বিজেপির এই মানসিকতার জবাব বাংলার মানুষ বিধানসভা নির্বাচনেই দেবে, দাবি তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের।
কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া হিবিস কর্পাস মামলায় চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে সোনালি বিবিসহ ছয়জনকে ফেরানোর নির্দেশ দিয়েছিল আদালত। তৃণমূল সাংসদ সেই নির্দেশের উল্লেখ করে জানান, ২৬ সেপ্টেম্বর মাননীয় হাই কোর্টে নির্দেশ দিয়েছিল ছয়জনকে ভুল পথে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্তঃসত্ত্বা সোনালি বিবিও ছিল। তাদের চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে, নির্দেশ দেওয়া হয়েছিল। আজ (২৪/১০/২০২৫) সেই চার সপ্তাহের মেয়াদ শেষ হচ্ছে।
আরও পড়ুন-পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার
এরপরই কেন্দ্রের সরকারের আচরণে হতাশা প্রকাশ করে সামিরুল দাবি করেন, দুর্ভাগ্যজনক বিষয়টা হল – আদালতের সময়সীমার নির্দেশ সত্ত্বেও কেন্দ্রের সরকারের প্রতিনিধিরা তাদের ফেরানোর কোনও উদ্যোগ নেয়নি। এটা কী আশ্চর্যের নয়? প্রথমে তাদের বাংলাদেশি (Bengali_Bangladesh) বলে দাগিয়ে দেওয়া হল এবং তাদের সেই দেশে পাঠিয়ে গেওযা হল। কলকাতা হাই কোর্টের পাশাপাশি বাংলাদেশের আদালতও এই মানুষগুলোকে ভারতীয় বলে রায় দিয়েছে এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে দ্রুত তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছিল।
কার্যত দুই দেশের আদালতের নির্দেশ দেওয়ার পরও যে ভারতের বাংলা বিরোধী সরকার যে কোনও পদক্ষেপই নেয়নি, তা-ই তুলে ধরেছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের সম্পাদক সামিরুল ইসলাম। সেই সঙ্গে তিনি দাবি করেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূল তাঁদের ফিরিয়ে আনার লড়াই থেকে সরে আসবে না। বাংলাবিরোধী এই জমিদারদের ২০২৬ সালেই বিদায় দেবে বাংলার মানুষ।
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…