প্রতিবেদন: হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা মুখ থুবড়ে পড়ল বিজেপি রাজ্যেই। গেরুয়া শিবির কার্যত প্রত্যাখ্যাত হল বিজেপিশাসিত মধ্যপ্রদেশে। গোবলয় তথা গোটা দেশে হিন্দি প্রতিষ্ঠা করতে তৎপর কেন্দ্রের বিজেপি ও তার সহযোগী বিজেপিশাসিত রাজ্যগুলি। গোটা দেশে হিন্দি বাধ্যতামূলক করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। আর সেই লক্ষ্যে প্রথমে ধাক্কা মধ্যপ্রদেশে। নতুন শিক্ষানীতি অনুযায়ী ডাক্তারি পড়ুয়াদের শিক্ষায় হিন্দি ভাষায় পড়ার যে পরিকল্পনা নিয়েছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার, সেই পরিকল্পনা প্রথমেই হোঁচট খেল। হিন্দিতে ডাক্তারি পড়তে আগ্রহ দেখালেন না চিকিৎসক পড়ুয়ারা।
আরও পড়ুন-মহারাষ্ট্রে আজব ফরমান গেরুয়া সরকারের তফসিলি শংসাপত্রে বিভেদের রাজনীতি
প্রায় ১০ কোটি টাকা খরচ করে চিকিৎসার পড়াশোনার জন্য হিন্দি ভাষায় পড়ার ব্যবস্থা করেছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার ২০২২ সালে সেই হিন্দি ভাষার পাঠক্রম শুরু হল সেখানে কোনও চিকিৎসা পড়ুয়া নাম নথিভুক্ত করেননি। সরকারিভাবে কত পড়ুয়া হিন্দিতে এমবিবিএস পড়ছেন, তার কোনও তথ্যই প্রকাশ করা হয়নি। কারণ আদতে প্রকাশ করার মতো কোনও সংখ্যাই মধ্যপ্রদেশের খাতায় নেই। রাজ্যের গান্ধী মেডিক্যাল কলেজের মতো গুরুত্বপূর্ণ মেডিক্যাল কলেজেও হিন্দিতে পড়ুয়া পাওয়া দায়। অথচ কেন্দ্রের নতুন শিক্ষানীতি চালু হওয়ার পর প্রথম মধ্যপ্রদেশই এমন রাজ্য যেখানে হিন্দিতে ডাক্তারি করার ব্যবস্থা হয়। তার জন্য সব ইংরেজি মেডিক্যালের বই অনুবাদ করা হয় হিন্দিতে। যদিও মেডিক্যালের ইংরেজি টার্মগুলি স্বভাবতই অনুবাদ করতে পারা যায়নি। খরচ হয় ১০ কোটির টাকার কাছাকাছি।
চিকিৎসার পাঠক্রমের সেমিস্টার সিস্টেমে হিন্দিতে পড়া এবং পরীক্ষা দেওয়ার সুবিধা রেখেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সেমিস্টার পরীক্ষার আগে ফর্ম ফিলাপের সময় দেখা যাচ্ছে কোনও চিকিৎসা পড়ুয়া হিন্দি ভাষায় পড়ার জন্য ফর্ম ফিলাপ করেননি। এরপর লোভ দেখাতে ৫০ শতাংশ ইনসেন্টিভ-এর ঘোষণাও করে মধ্যপ্রদেশ সরকার। তাতেও কাজ হয়নি। ফলে ১০ কোটি টাকা দিয়ে কেন্দ্রের ধুঁয়ো ধরে যে হিন্দি প্রচার ব্যবস্থা প্রচলন করার চেষ্টা চালাচ্ছে বিজেপির তা যে আদতে শিক্ষাব্যবস্থার গতিরোধ করে তা-ই প্রমাণিত মধ্যপ্রদেশে।