মোদির মা-কেই আসলে অসম্মান করেছে বিজেপি, সরব বিরোধীরা

এটা কি প্রধানমন্ত্রীর মাকে অপমান করা নয়? মোদির জন্মদিনে এমন একটা পোস্টার প্রকাশ করেছে বিহার বিজেপি, যা নিয়ে তোলপাড় সারা দেশ।

Must read

পাটনা: কী বলবে এবারে বিজেপি? এটা কি প্রধানমন্ত্রীর মাকে অপমান করা নয়? মোদির জন্মদিনে এমন একটা পোস্টার প্রকাশ করেছে বিহার বিজেপি, যা নিয়ে তোলপাড় সারা দেশ। পোস্টারে মোদির প্রয়াত মা হীরাবেনকে তুলে ধরা হয়েছে দেবী দুর্গারূপে। তাঁর পায়ের নিচে সিংহ রূপে দেখানো হয়েছে মোদিকে। সবচেয়ে অদ্ভুত বিষয়, এই পোস্টারে অসুর হিসেবে দেখানো হয়েছে লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এবং আরজেডি নেতা তেজস্বী যাদবকে।

আরও পড়ুন-কেরলে মস্তিষ্কখেকো অ্যামিবা’র হানায় ৬১ জন আক্রান্ত, মৃত ১৯  

বিজেপির এই পোস্টারকে কেন্দ্র করে ঝড় উঠেছে সমালোচনা আর নিন্দার। বিরোধীদের অভিযোগ, এই পোস্টারে বিজেপি তো অসম্মান করেছে প্রধানমন্ত্রীর মাকেই। এর বেলা কী বলবে গেরুয়া শিবির? আর রাহুল, অখিলেশ, তেজস্বীর মতো বিরোধী নেতাদের এভাবে অসুর হিসেবে দেখিয়ে বিজেপি কি নিজেদের নিম্নরুচির পরিচয় দিল না? তা হলে কংগ্রেসের এআই ভিডিও নিয়ে বিজেপি আপত্তি জানিয়েছিল কোন লজ্জায়? কোন যুক্তিতে? কেন তারা তুলেছিল ক্ষমা চাওয়ার দাবি? প্রশ্ন বিরোধী শিবিরের। বিহারের সাধারণ মানুষও প্রশ্ন তুলেছে বিজেপির এমন রাজনৈতিক সৌজন্যহীনতা নিয়ে। অনেকেরই অভিমত, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে বিজেপি-নীতীশ শিবিরের। নিজেদের মধ্যে ফাটলও চওড়া হচ্ছে ক্রমশ। তাই ক্ষমতা হারানোর ভয়ে নিজেদের বোধবুদ্ধিও হারিয়েছে গেরুয়া শিবির। তারই প্রতিফলন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এমন আপত্তিকর পোস্টার প্রকাশ করা।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে ‘অপমান’-এর অভিযোগ তুলে করা মামলায় কড়া পদক্ষেপ করল পাটনা হাইকোর্ট। বুধবার আদালত কংগ্রেসকে নির্দেশ দিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে সোশাল মিডিয়ায় মোদির মায়ের যে ভিডিও প্রকাশ করা হয়েছে তা মুছতে হবে।

Latest article