বারবার তিনবার বেইজ্জত বিজেপি

প্রথমে সুপ্রিম কোর্টে। এরপর হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। এবং শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মুখ পুড়ল ভারতীয় জনতা পার্টির।

Must read

প্রতিবেদন : প্রথমে সুপ্রিম কোর্টে। এরপর হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। এবং শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মুখ পুড়ল ভারতীয় জনতা পার্টির। কোর্ট পরিষ্কার ভাষায় জানিয়ে দিল, কলকাতা পুরভোট হবে রাজ্যের বাহিনী দিয়েই।

কেন্দ্রীয় বাহিনীর মোটেই প্রয়োজন নেই। ফলে বহু চেষ্টা করেও বিজেপি ব্যর্থ হল। মুখ পুড়ল। কলকাতা পুরভোটে ভরাডুবি হবে জেনেই ভোটের উপর ভরসা না রেখে কোর্টের দরজায় বারবার কড়া নেড়েছে গেরুয়া শিবির। আর প্রতিবারই ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন-শচীনকে এবার কাজে লাগাতে চান সৌরভ

বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চে বিজেপির দাবি খারিজ হয়ে যাওয়ার পর হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলাটি যায়। সেই মামলায় শুক্রবার দুপুর থেকে শুনানি হয় এবং বেঞ্চ তার সিদ্ধান্ত ওয়েবসাইটে জানিয়ে দেওয়ার কথা বলে। রাত ৯টা নাগাদ ওয়েবসাইট থেকে জানা যায় সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তই বহাল থাকছে ডিভিশন বেঞ্চে।

ভোটে কোনওরকম প্ররোচনামূলক অশান্তি রুখতে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে। বিশেষ দায়িত্ব নিতে হবে কলকাতা পুলিশ কমিশনার ও ডিজিকে। এবং ২৩ তারিখে পরবর্তী শুনানির সময় রিপোর্টও দাখিল করতে বলেছে হাইকোর্ট।

Latest article