ত্রিপুরায় দুয়ারে গুন্ডা দিয়েছে বিজেপি

আগামিদিনে তৃণমূলের নেতৃত্বে উন্নয়নযজ্ঞে শামিল হতে ইতিমধ্যেই ত্রিপুরায় বিজেপি ছেড়ে বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছেন।

Must read

প্রতিবেদন : বাংলায় তৃণমূল কংগ্রেস চায় দুয়ারে দুয়ারে সরকার পৌঁছে দিতে। আর ত্রিপুরায় দুয়ারে দুয়ারে গুন্ডা পাঠাচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এটাই বিজেপির তফাত। আগামিদিনে তৃণমূলের নেতৃত্বে উন্নয়নযজ্ঞে শামিল হতে ইতিমধ্যেই ত্রিপুরায় বিজেপি ছেড়ে বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছেন। আর তৃণমূলের এই জনপ্রিয়তা দেখে ভীত বিজেপি। তাই তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই সমস্ত মানুষের উপর আক্রমণ নেমে আসছে।

আরও পড়ুন-ভাল ইলিশ মাছ আর পাঁঠার মাংস

সাম্প্রতিক সুরমার ঘটনাই তার প্রমাণ। সুরমা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্জুন নমঃশূদ্রের হয়ে প্রচারে এসে বিজেপির বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নরেন্দ্র মোদি সরকারের আমলে গোটা দেশে বেকারত্ব সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। বিভিন্ন রাজ্যের মধ্যে ত্রিপুরায় ১৭.৪ শতাংশ বেকার। যা রেকর্ড। আগের বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নেশামুক্ত ত্রিপুরা উপহার দেওয়ার কথা বলে ক্ষমতা দখল করেছিলেন। কিন্তু তাঁর সাড়ে চার বছরের শাসনে ত্রিপুরায় কর্মসংস্থানের অবস্থা অত্যন্ত করুণ হয়েছে। চাকরি না পেয়ে রাজ্যের তরুণ সম্প্রদায় মাদকাসক্ত হয়ে পড়েছেন। নেশামুক্ত নয়, বিজেপি রাজ্যবাসীকে নেশাযুক্ত ত্রিপুরা উপহার দিয়েছে। ত্রিপুরায় বিজেপি সরকার রেগার টাকা চুরি করছে। আর শাসকদল বিরোধীদের মুখ বন্ধ করতে লাগাতার হামলা চালাচ্ছে।

Latest article