প্রতিবেদন : কসবার কলেজে ধর্ষণের ঘটনা সামনে আসতেই নারী-সম্মান নিয়ে বিজেপির দরদ উথলে উঠেছে! যে দলের নেতারা ধর্ষকদের মালা পরিয়ে সম্মান দেয়, মার্কামারা ‘মলেস্টার’দের সঙ্গে একমঞ্চে বসে হাসিমুখে ছবি তোলে, সন্ন্যাসী হয়ে মহিলাদের সম্মান নিয়ে ছেলেখেলা করা ধান্দাবাজদের পদ্মশ্রী দেয়; তাঁরা নারী-সুরক্ষা নিয়ে কথা বলে কোন মুখে? বিজেপির ধামাধরা কার্তিক মহারাজের নামে এক মহিলা কাজের টোপ দিয়ে আশ্রমে নিয়ে গিয়ে দিনের পর দিন ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর কুৎসিত অভিযোগ এনেছেন। সেই কার্তিক মহারাজের সঙ্গে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গদ্দার অধিকারী, সুকান্ত মজুমদাররা সবাই ছবি তুলেছেন। আর এখন নারী-সম্মানের নামে নাটক করছে বিজেপি? তাই এ প্রসঙ্গে তৃণমূলের সাফ কথা, নরেন্দ্র মোদির শাসনে কোনও মহিলা নিজেকে নিরাপদ ভাবতে পারে না! বিজেপি সরকারের নীরবতা এবং নিষ্ক্রিয়তাই অনেক কিছু বলে দেয়। ভারতীয় জনতা পার্টি ধর্ষকদের উৎসাহ দেয়, সম্মান দেয়— আর নির্যাতিতাদের হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়!
আরও পড়ুন-৮০ শ্রমিক পরিবার তৃণমূলে
কসবা-কাণ্ডে গদ্দার-সুকান্তর অতি-সক্রিয়তার আগেই তিন মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ঘটনায় যুক্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলেজের নিরাপত্তারক্ষীকেও। বিশেষ তদন্তকারী দল গঠন করে চলছে তদন্তও। তারপরও নারী-সম্মানের নামে নোংরা রাজনীতি করতে নেমেছে বিজেপি। গদ্দার অধিকারী আবার ঢং করে নিজের কর্মসূচির নাম দিয়েছেন কন্যা-সুরক্ষা যাত্রা! লজ্জা করে না? বিজেপির ধামাধরা কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা দিনের পর দিন ধর্ষণের অভিযোগ তুলেছেন, সেই মহিলার সুরক্ষার কী হবে? তাই গদ্দারের কাছে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের দাবি, বিরোধী দলনেতা রাজ্যের মহিলাদের সুরক্ষার জন্য যাত্রা শুরু করবেন, খুব ভাল কথা। কিন্তু মুর্শিদাবাদের যে মহিলাকে আশ্রমে নিয়ে গিয়ে কার্তিক মহারাজ কুকীর্তি করেছেন, একেবারে তাঁর পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করবেন। গদ্দার মহিলাদের নিয়ে যখন এত চিন্তিত, তাহলে কার্তিক মহারাজের নামে কুৎসিত অভিযোগ আনা মহিলার সঙ্গে একবার দেখা করুন না!
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…