বঙ্গ

২৬-এ প্রধান বিরোধী থাকবে কি না সংশয়ে বিজেপিই : ঋতব্রত

সংবাদদাতা, বারাসত : বিজেপি নেতা-মন্ত্রীরা জানেন বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এ-বিষয়ে তাঁদের কোনও সংশয় নেই। তবে ২০২৬ বিধানসভা নির্বাচনের পর বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল থাকবে কি না তা নিয়ে বিজেপিরই সংশয় আছে। রবিবার বারাসতের রবীন্দ্রভবনে বারাসত সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র ডাকে শ্রমিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

এদিন বারাসত সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি তাপস দাশগুপ্তের নেতৃত্বে হওয়া শ্রমিক সম্মেলনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ তথা বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, তাপস দাশগুপ্ত, বারাসতের নবনিযুক্ত পুরপ্রধান সুনীল মুখার্জি, হালিমা বিবি, দেবাশিস মিত্র, লিঙ্কন মল্লিক-সহ বহু পুরপিতা ও দলীয় পদাধিকারীরা। এদিন ঋতব্রত তাঁর ঝাঁজালো বক্তৃতায় বলেন, বিজেপি এসআইআর করতে চাইছে দুটি কারণে— এক, গোপনে বহু বৈধ ভোটারের নাম কেটে দেওয়া। দুই, ঘুরপথে এনআরসি করা। তাই তিনি সকল শ্রমিক, নেতা-কর্মীদের এসআইআর প্রক্রিয়ার দিকে নজর রাখার নির্দেশ দেন। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক দরদি প্রকল্প-সহ সার্বিক উন্নয়নের লাগাতার প্রচারের জন্য রাজ্য জুড়ে শ্রমিক সম্মেলন করা হবে। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই মর্মে একটি স্লোগান তৈরি করা হয়েছে— বাংলায় শ্রমিকের অঙ্গীকার ২০২৬-এ দিদির সরকার। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই মুহূর্তে এসআইআর করার একটা বড় কারণ হল, বিজেপির বিরুদ্ধে মানুষের প্রশ্ন করা থেকে ঘুরিয়ে দেওয়া। মানুষ এসআইআর নিয়ে ব্যস্ত থাকবে ফলে বিজেপির দুর্নীতি, বিজেপি-ঘনিষ্ঠ শিল্পপতিদের আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে যাতে সাধারণ মানুষ প্রশ্ন করতে না পারে। শুধু তাই নয়, এই একই কারণে সংসদের সময়সীমাও কমিয়ে দেওয়া হয়েছে। এদিন ডাঃ কাকলি ঘোষ দস্তিদার তাঁর বক্তব্যে রাজ্যের উন্নয়ন ও মহিলাদের অগ্রগতি তুলে ধরে শ্রমিকদের উজ্জীবিত করেন। এদিনের শ্রমিক সম্মেলনে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Jago Bangla

Recent Posts

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

8 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

13 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

22 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

58 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

2 hours ago