নদীয়াতেও ভাঙছে বিজেপি

Must read

সংবাদদাতা, কৃষ্ণনগর ও হরিণঘাটা: বিজেপির প্রতি মোহভঙ্গ হওয়ায় বিজেপি-সমর্থিত নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। সোমবার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কার্তিক ঘোষ জানিয়েছেন, কৃষ্ণনগর এক নম্বর ব্লক জুড়ে বিজেপিতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। প্রতিদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আবেদন জানানো হচ্ছে।

আরও পড়ুন :বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে ২,৪২৭ জন

এদিন নির্দল পঞ্চায়েত সদস্য জাহানারা খাতুন-সহ শতাধিক ব্যক্তি যোগ দিলেন। ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানে ওঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কারামন্ত্রী তথা স্থানীয় বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। ছিলেন স্বপন ঘোষ ও অন্যান্য নেতারা। উজ্জ্বল বলেছেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নমুখী কাজ করছেন, দুয়ারে সরকার কর্মসূচি পালন করছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুশি। তাই অন্য রাজনৈতিক দল ছেড়ে দলে দলে যোগদান করছেন আমাদের দলে।

আরও পড়ুন : বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে ২,৪২৭ জন

হরিণঘাটা বিধানসভার নগর উখড়া গ্রামে বিজেপির মণ্ডলের সহসভাপতি তরুণলাল দেবনাথ-সহ বেশকিছু বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। সোমবার। নদীয়া জেলার তৃণমূল কংগ্রেস নেতা চঞ্চল দেবনাথের হাত ধরে। যোগদানের পর তরুণলাল জানান, দলে থেকে সম্মান পাচ্ছিলাম না। উন্নয়নে শামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। চঞ্চল জানালেন, বিজেপি ও আইএসএফ থেকে প্রায় ৭০০ জন যোগ দিয়েছেন।

Latest article