সংবাদদাতা , কাটোয়া: ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার বিজেপির প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির সামনেই তা প্রকাশ্যে এল। কার্যত ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল কাটোয়া।
শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়াতে চলছিল বিজেপির কর্মিসভাক। আর তা ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা। দলের রাজ্যসভাপতি এবং প্রাক্তন রাজ্যসভাপতির সামনে হাতাহাতি-মারামারিতে জড়ালেন বিজেপির দু’দল কর্মী সমর্থক। জেলাস্তরের বিজেপি নেতাদের গায়েও হাত পড়ে বলে অভিযোগ। এই সময়ে দিলীপ ঘোষ হুমকি দেন, ‘বিক্ষোভকারীরা নিরস্ত্র না হলে তারা লাঠি চার্জ করাবেন।’
আরও পড়ুন : সুস্মিতার গাড়িতে হামলা বিজেপির, মানুষ উত্তর দেবে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিক্ষোভকারীরা পাল্টা দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেয়। পরে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা কোনও রকমে বিক্ষোভকারীদের সভাস্থল থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমাদের কর্মী-সমর্থকরা ঠিক আছেন। নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে, এই লোভে অনেকে এসেছিলেন। বিরোধী পক্ষের রাজনীতি করা কঠিন। অনেকে হতাশ হয়ে, ভয় পেয়ে গিয়েছেন এধরণের কাজ করছেন। যা করেছেন ঠিক করেননি। আমার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে, তাহলে সভাপতির কাছে চিঠি লিখে তা জানাতে পারেন।”
দলের দুই শীর্ষ নেতা সামনেই বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিজেপির অন্দরে এমন অন্তর্দ্বন্দ্বের খবর এর আগেও প্রকাশ্যে এসেছে। এবার চার কেন্দ্রের উপনির্বাচনের ঠিক কয়েক দিন আগে এমন ঘটনা দেখল বাংলা। নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্ব কে কেন্দ্র করে প্রাক্তন রাজ্য সভাপতির মতামত এর মধ্যেও অন্যরকম ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল।