প্রতিবেদন : ভোটের সময় কৃষক দরদ উথলে পড়ে। ভোট ফুরোলেই আসল চরিত্র প্রকাশ্যে। বিজেপির (BJP) মহারাষ্ট্র তার সাম্প্রতিক উদাহরণ। বারবার দাবি জানিয়ে, অনশন করে, মিছিল করে, অবরোধ করেও ফড়নবিশ সরকারের ঘুম ভাঙাতে পারেননি কৃষকরা। শেষে আত্মহত্যার পথ বেছে নিলেন তরুণ কৃষক কৈলাস অর্জুন নাগাড়ে। কৈলাসের পকেট থেকে উদ্ধার হয়েছে তিন পাতার সুইসাইড নোট। যা লিখেছেন তাতে বিজেপি সর্বনাশের আগুন দেখতে শুরু করেছে। তিনি লিখেছেন, বিজেপি সরকারের কারণেই আমি মৃত্যু বেছে নিলাম। এরা কৃষক, গরিব মানুষের কথা ভাবে না। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি। কৃষকদের উপেক্ষা করেছে, কথাও শোনার ধৈর্য দেখায়নি। আমার মৃত্যুতে যদি টনক নড়ে। যতক্ষণ না দাবি মানা হয়, ততক্ষণ যেন খেত থেকে আমার দেহ সরানো না হয়। কৈলাসের মৃত্যুতে ফুঁসছে বুলঢানা জেলার কৃষকরা।
আরও পড়ুন-সংসদে ঝড় তুলতে রণনীতি তৈরি তৃণমূলের
পরিহাসের বিষয় হল, ২০২০ সালে এই কৈলাসকেই রাজ্যের বিজেপি সরকার ‘ইয়ং ফার্মার অ্যাওয়ার্ড’ দিয়েছিল। সেই বিজেপির আমলেই তাঁকে আত্মহত্যার পথ বেছে নিতে হল। এর থেকে লজ্জার কী থাকতে পারে! বুলঢানা জেলার শিবনি আরমল গ্রাম। শেষ ৭-৮ বছর ধরে গ্রামের মানুষের একটাই দাবি, খড়কপূর্ণ জলাধার থেকে ১৪টি গ্রামের সেচের জলের ব্যবস্থা করে দিক স্থানীয় প্রশাসন। কৈলাস এলাকায় নেতৃত্ব দিতেন। নিজেই দরবার করেছেন বারবার। মিছিল নিয়ে দাবি জানিয়েছেন। টানা ১০ দিন অনশন করেছেন। তাতেও ঘুম ভাঙেনি। শেষে আত্মহত্যার কঠোর সিদ্ধান্ত।
এই ঘটনায় মহারাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঢেউ। বিরোধীরা সোচ্চার। সকলের বক্তব্য, বিজেপি কৃষক-বিরোধী। ব্যবসায়ীদের স্বার্থ দেখে। আর কৃষকরা বলছেন, স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসে কত কথা প্রধানমন্ত্রী বলেন কৃষকদের নিয়ে। আসলে যে সবটাই মিথ্যাচার তা প্রমাণিত হয়েছে। আবার আমরা সংগঠিত হচ্ছি। কৈলাসের মৃত্যুর বদলা নেবই।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…