নয়াদিল্লি : এবারের রাজ্যসভা নির্বাচনে বিজেপি মহারাষ্ট্র, হরিয়ানা, কর্নাটকে প্রত্যাশামাফিক জয়লাভ ও রাজস্থানে একটি আসন পেলেও সার্বিক আসন সংখ্যার নিরিখে সংসদের উচ্চকক্ষে এখনও একশোর নিচে৷ গত এপ্রিলে রাজ্যসভায় প্রথমবার একশো অতিক্রম করেছিল ভারতীয় জনতা পার্টি৷ কিন্তু শুক্রবার ৫৭টি আসনের নির্বাচন পর্ব মেটার পর রাজ্যসভার ওয়েবসাইট অনুযায়ী বিজেপির আসন সংখ্যা ৯৫–তে নেমে এসেছে৷
আরও পড়ুন-ডেঙ্গু-আক্রান্ত এলাকায় তৃণমূল জেলা সভানেত্রী
বর্তমানে উচ্চকক্ষের ২৩২ জন সদস্যের মধ্যে ৯৫ জন শাসকদলের৷ যে ৫৭ জন সাংসদ অবসর নেওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হল তার মধ্যে গতবার ২৬ জন ছিলেন বিজেপির সদস্যা৷ আর সদ্যসমাপ্ত রাজ্যসভা ভোটে ২২ জন জয়ী হয়েছেন বিজেপির পক্ষ থেকে৷ অর্থাৎ চারটি আসন হারিয়েছে গেরুয়া দল৷ বর্তমানে সাতজন মনোনীত সদস্য-সহ রাজ্যসভায় মোট ১৩টি আসন শূন্য রয়েছে৷ এবারের নির্বাচন পর্বে ৫৭টি আসনের মধ্যে হরিয়ানা, রাজস্থান, মাহরাষ্ট্র ও কর্নাটকের ১৬টি আসনে ভোটাভুটি হয়৷ বিজেপি ও কংগ্রেস দু’দলের পক্ষ থেকেই ক্রশভোট হওয়ার অভিযোগ এসেছে৷ কর্নাটক ও মহারাষ্ট্রে তিনটি আসন এবং হরিয়ানা ও রাজস্থানে একটি করে আসন জিতেছে ভারতীয় জনতা পার্টি৷ অন্যদিকে রাজস্থানে প্রত্যাশামতো তিনটি আসনেই জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থীরা৷ এরমধ্যে একটি আসনে বিজেপির সমর্থনে দাঁড়ানো এক মিডিয়া ব্যবসায়ী কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গিয়েছেন৷
আরও পড়ুন-বিভেদের রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি করুন
মরুরাজ্যে কয়েকজন বিজেপি বিধায়ক কংগ্রেস প্রার্থীর পক্ষে ক্রশভোটিং করেন৷ কর্নাটকে জেডিএসের এক বিধায়ক কংগ্রেসের হয়ে ভোট দিয়েছেন৷ কর্নাটকে জয়ী প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও কংগ্রেস নেতা জয়রাম রমেশ৷ মহারাষ্ট্রে রাজ্যসভার যে ৬ আসনে ভোট হয়েছে তার ৩টি বিজেপি ও বাকি তিনটি পেয়েছে তিন দলের জোট৷ এ রাজ্যে ষষ্ঠ আসনটিকে শিবসেনার সঞ্জয় পাওয়ারকে হারিয়েছেন বিজেপির ধনঞ্জয় মহাদিক৷ মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে বিতর্কের জেরে গণনা শুক্রবার মধ্যরাত পর্যন্ত স্থগিত হয়ে যায়৷ তবে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এই ফলাফলকে জোট সরকারের জন্য ‘ধাক্কা’ বলে মানতে রাজি নন৷