নয়াদিল্লি : এবারের রাজ্যসভা নির্বাচনে বিজেপি মহারাষ্ট্র, হরিয়ানা, কর্নাটকে প্রত্যাশামাফিক জয়লাভ ও রাজস্থানে একটি আসন পেলেও সার্বিক আসন সংখ্যার নিরিখে সংসদের উচ্চকক্ষে এখনও একশোর নিচে৷ গত এপ্রিলে রাজ্যসভায় প্রথমবার একশো অতিক্রম করেছিল ভারতীয় জনতা পার্টি৷ কিন্তু শুক্রবার ৫৭টি আসনের নির্বাচন পর্ব মেটার পর রাজ্যসভার ওয়েবসাইট অনুযায়ী বিজেপির আসন সংখ্যা ৯৫–তে নেমে এসেছে৷
আরও পড়ুন-ডেঙ্গু-আক্রান্ত এলাকায় তৃণমূল জেলা সভানেত্রী
বর্তমানে উচ্চকক্ষের ২৩২ জন সদস্যের মধ্যে ৯৫ জন শাসকদলের৷ যে ৫৭ জন সাংসদ অবসর নেওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হল তার মধ্যে গতবার ২৬ জন ছিলেন বিজেপির সদস্যা৷ আর সদ্যসমাপ্ত রাজ্যসভা ভোটে ২২ জন জয়ী হয়েছেন বিজেপির পক্ষ থেকে৷ অর্থাৎ চারটি আসন হারিয়েছে গেরুয়া দল৷ বর্তমানে সাতজন মনোনীত সদস্য-সহ রাজ্যসভায় মোট ১৩টি আসন শূন্য রয়েছে৷ এবারের নির্বাচন পর্বে ৫৭টি আসনের মধ্যে হরিয়ানা, রাজস্থান, মাহরাষ্ট্র ও কর্নাটকের ১৬টি আসনে ভোটাভুটি হয়৷ বিজেপি ও কংগ্রেস দু’দলের পক্ষ থেকেই ক্রশভোট হওয়ার অভিযোগ এসেছে৷ কর্নাটক ও মহারাষ্ট্রে তিনটি আসন এবং হরিয়ানা ও রাজস্থানে একটি করে আসন জিতেছে ভারতীয় জনতা পার্টি৷ অন্যদিকে রাজস্থানে প্রত্যাশামতো তিনটি আসনেই জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থীরা৷ এরমধ্যে একটি আসনে বিজেপির সমর্থনে দাঁড়ানো এক মিডিয়া ব্যবসায়ী কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গিয়েছেন৷
আরও পড়ুন-বিভেদের রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি করুন
মরুরাজ্যে কয়েকজন বিজেপি বিধায়ক কংগ্রেস প্রার্থীর পক্ষে ক্রশভোটিং করেন৷ কর্নাটকে জেডিএসের এক বিধায়ক কংগ্রেসের হয়ে ভোট দিয়েছেন৷ কর্নাটকে জয়ী প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও কংগ্রেস নেতা জয়রাম রমেশ৷ মহারাষ্ট্রে রাজ্যসভার যে ৬ আসনে ভোট হয়েছে তার ৩টি বিজেপি ও বাকি তিনটি পেয়েছে তিন দলের জোট৷ এ রাজ্যে ষষ্ঠ আসনটিকে শিবসেনার সঞ্জয় পাওয়ারকে হারিয়েছেন বিজেপির ধনঞ্জয় মহাদিক৷ মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে বিতর্কের জেরে গণনা শুক্রবার মধ্যরাত পর্যন্ত স্থগিত হয়ে যায়৷ তবে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এই ফলাফলকে জোট সরকারের জন্য ‘ধাক্কা’ বলে মানতে রাজি নন৷
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…