প্রতিবেদন : সংসদের বিশেষ অধিবেশনের আগে দেশ জুড়ে জোর জল্পনা, এবার দেশের অফিসিয়াল নাম ইন্ডিয়ার বদলে ভারত করার মতলবে আছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বিষয়টি নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছে। বিরোধীদের আশঙ্কা একেবারেই অমূলক নয়। কারণ, গত কয়েক বছরে একের পর এক রেল স্টেশন থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থা কিংবা দ্রষ্টব্য স্থানের নাম বদলে দিয়েছে মোদি সরকার ও বিজেপি-শাসিত রাজ্যগুলি।
আরও পড়ুন-প্যাকেটে ১টা বিস্কুট কম, তাই ১ লক্ষ টাকা জরিমানা
এবার সংবিধানের ষষ্ঠীপুজো করে দেশের অফিসিয়াল নামটাই না বদলে দেয় কেন্দ্র! দেশের রাজনৈতিক মহলের আশঙ্কা নাম বদলের সঙ্গে দেশের সংবিধানও বদলাতে চাইছে বিজেপি। আর তাদের এই মতলব টের পেয়ে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। শুধু রাজনৈতিক দলগুলি নয় সাধারণ মানুষও এর তীব্র সমালোচনা করছে। সোশাল মিডিয়া জুড়ে ঝড়ের গতিতে টুইটারে-ইনস্টাগ্রামে-ফেসবুকে-পডকাস্টে একাধিক মিম শেয়ার করা চলছে। রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের সব শরিকরাই এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে ঘরে-বাইরে চলছে তীব্র সমালোচনা। ধিক্কার।
আরও পড়ুন-নতুন দায়িত্বে শিলিগুড়ির মেয়র
এই যেমন সোশ্যাল মিডিয়ায় বিরোধীরা ইতিমধ্যেই ব্যঙ্গ করে বলতে শুরু করেছে, কোনদিন হয়তো দেখা যাবে রাজধানী দিল্লির ঐতিহাসিক ‘ইন্ডিয়া গেট’-কে বিজেপি নেতারা ‘ভারত গেট’ বলা শুরু করেছে। আবার ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা দেওয়ার জন্য কেন্দ্র বা বিজেপি-শাসিত কোনও রাজ্য সরকার সরকারি আমন্ত্রণ পত্রে বিএসআরও লিখবে! রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ভারত। আইআইটি হয়ে যাবে বিআইটি। আইপিএস-আইএএস হয়ে যেতে পারে যথাক্রমে বিপিএস-বিএএস।
আরও পড়ুন-দেশের নাম যদি বদলায় ‘মেক ইন ইন্ডিয়া’র কী হবে? ‘ডিজিটাল ইন্ডিয়া’র ভবিষ্যৎই বা কী?
খেয়াল করলে বোঝা যাবে, খুব সুকৌশলে এবং হোমওয়ার্ক করেই দেশের নাম বদলানোর খেলায় নেমেছে মোদি সরকার। তারা শুরুটা করল দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে দিয়েই। যেমন, জি-২০ দেশগুলির সম্মেলনে আগত বিদেশি অতিথি এবং দেশের সব মুখ্যমন্ত্রী ও বিশিষ্টজনদের শনিবার নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। নিমন্ত্রণপত্রে দৌপদী মুর্মুকে দেখানো হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ হিসেবে। জি-২০-র বিষয়টি কিন্তু ব্যতিক্রমী ঘটনা নয় সেটাও বুঝিয়ে দিতে চাইছে মোদি সরকার। তা না হলে ইস্যুটি নিয়ে দেশ জুড়ে তোলপাড়ের মাঝেই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর উপলক্ষে সরকারি নোটে লেখা হয়েছে ‘প্রাইম মিনিস্টার অব ভারত’, ইন্ডিয়া নয়! এমনভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে ইন্ডিয়া নয়, ভারত শব্দটি রেওয়াজে পরিণত হবে। তাই দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।