খেজুরির সমবায় ভোটে বিজেপিকে শূন্যে, কুপোকাত করে সব আসনে জয়ী তৃণমূল

মঙ্গলবার খেজুরি- ২ ব্লকের মেদাখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে মোট ৯টি আসনের সবকটিই তৃণমূল প্রার্থীরা জয়ী হলেন

Must read

সংবাদদাতা, খেজুরি : সমবায় নির্বাচনে তৃণমূলের কাছে কুপোকাত হল বিজেপি। একটি আসনেও খাতা খুলতে পারল না তারা। মঙ্গলবার খেজুরি- ২ ব্লকের মেদাখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে মোট ৯টি আসনের সবকটিই তৃণমূল প্রার্থীরা জয়ী হলেন। জানা যায়, এই সমবায়ে গত প্রায় চার থেকে পাঁচ বছর কোনও নির্বাচন হয়নি। মাঝে বিধানসভা নির্বাচনে ওই বিধানসভা থেকে জয়ী হয় বিজেপি। লোকসভা নির্বাচনেও এগিয়ে ছিল বিজেপি।

আরও পড়ুন-উপকূলে টানা বৃষ্টির পূর্বাভাসে সমুদ্রস্নানে নিষেধ প্রশাসনের

ফলে এবারের তৃণমূলের জয় অত্যন্ত কঠিন ছিল। কিন্তু এই পরিস্থিতিতেও সব কটি আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। তৃণমূল এবং বিজেপি দুই দলের তরফে সবকটি আসনেই প্রার্থী দেওয়া হয়। এই সমবায়ের মোট ভোটার ৪৭৭ জন। যার মধ্যে ভোট পড়ে ৩০৯টি। এই সমবায় বারাতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। যা বর্তমানে তৃণমূলের হাতে। ফলে বাড়তি অক্সিজেন পেল শাসক শিবির। নির্বাচনের ফল প্রকাশ হতেই সবুজ আবির ও মিষ্টিমুখে মেতে ওঠেন নেতা-কর্মীরা। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ দাস, খেজুরি ২ ব্লক তৃণমূল সভাপতি সমুদ্ভব দাশ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থসারথি দাস-সহ অন্যরা। ব্লক তৃণমূল সভাপতি সমুদ্ভব দাশ বলেন, ‘এই সমবায়ে দীর্ঘদিন ভোট হয়নি। আগে আমাদেরই বোর্ড ছিল। মানুষ জানে তৃণমূল ছাড়া সমবায়ে কাজ সম্ভব নয়। তাই বিজেপি থেকে মুখ ফিরিয়ে আমাদের ঢেলে ভোট দিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে বিজেপি ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে।’

Latest article