সংবাদদাতা, আসানসোল : একটা ধর্ষণের ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি। মঙ্গলবার আসানসোলের বারাবনিতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে একথা সাফ জানালেন রাজ্যের শিশু ও নারীকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
আরও পড়ুন-বেঙ্গালুরুতে হত ৭ পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের
তাঁর স্পষ্ট প্রশ্ন, তৎপরতা নিয়ে ঘটনাটি তুলে ধরা ও অভিযুক্তদের পুলিশের অ্যারেস্ট করার বিরোধিতা কি করছে ওরা? কোনটার বিরোধিতা করছে বিজেপি? আমরা জানতাম যারা এরকম জঘন্য অপরাধ করে তাদের বিরুদ্ধে একটা বিল ছিল, অপরাজিতা বিল। সেটাকে রাজ্য সরকার আইন করতে চেয়েছিল। সেই বিলেরই বিরোধিতা করেছে বিজেপি। তাঁর অভিযোগ, বলেন, বিজেপি আসলে এই ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছে। আমরা জানি, বাংলায় যখন এরকম নির্যাতন হয় কড়া পদক্ষেপ নেওয়া হয়। শাস্তিও হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিধান উপাধ্যায় ও বিধায়ক হরেরাম সিং, ব্লক সভাপতি অসিত সিং-সহ অন্যরা।