প্রতিবেদন : আসানসোলের পরে উত্তরপ্রদেশের (BJP- Uttar pradrash) বারাবাঁকি। আবার গভীর অস্বস্তিতে বিজেপি। একই ঘটনার পুনরাবৃত্তি। ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বারাবাঁকির বিজেপি সাংসদ এবং এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া প্রার্থী উপেন্দ্র সিং রাওয়াত। একটি ভাইরাল অশ্লীল ভিডিওকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এরপরেই তাঁর সরে যাওয়ার সিদ্ধান্ত। প্রথম দফা প্রার্থীতালিকা ঘোষিত হওয়ার পরেই আসানসোলে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন ভোজপুরি গায়ক-নায়ক পবন সিং। অভিযোগ, তাঁর গানে প্রতিফলিত হয়েছে অশ্লীলতা, মহিলাদের প্রতি অসম্মান। গানের পর অশ্লীল ভিডিও। ২০২৪-এর লোকসভা নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন আর এক বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ উপেন্দ্র সিং রাওয়াত সোমবার একটি ভাইরাল অশ্লীল ভিডিওকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও তিনি অশ্লীল ভিডিওটি জাল বলে অভিহিত করেছেন। উত্তরপ্রদেশের (BJP- Uttar pradrash) বারাবাঁকি থেকে বিজেপির লোকসভা প্রার্থী হিসাবে রাওয়াতের নাম ঘোষণার পরপরই ভাইরাল হওয়া ভিডিওতে একজন পুরুষকে একজন মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা আসানসোল লোকসভা আসন থেকে অন্য বিজেপি প্রার্থী পবন সিং তাঁর নাম প্রত্যাহার করার ঠিক একদিন পরে রাওয়াতের ঘোষণায় তোলপাড় যোগীরাজ্য।