প্রতিবেদন : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে হর ঘর তেরঙ্গা অভিযান সফল করতে বিজেপি মানুষকে জোর করে জাতীয় পতাকা কিনতে বাধ্য করছে বলে একের পর এক রাজ্য থেকে অভিযোগ আসছে। করোনাজনিত কারণে মানুষকে চরম আর্থিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম মেটাতে গিয়ে পেটে টান পড়ছে মানুষের। এরই মধ্যে যেভাবে মানুষকে জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে তাতে ক্ষোভ ক্রমশ বাড়ছে।
আরও পড়ুন-আলিপুর জেলে স্বাধীনতার ইতিহাস
বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে, হর ঘর তেরঙ্গা অভিযানে জাতীয় পতাকা কেনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। উত্তরপ্রদেশে উন্নাওয়ের গঙ্গাঘাট নগর পুরনিগমের কর্মী ও আধিকারিদের ২০ টাকার বিনিময়ে জাতীয় পতাকা বিক্রি করতে বলা হয়েছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে গঙ্গাঘাট নগর পালিকা পরিষদের আধিকারিক নরেন্দ্র মিশ্রের স্বাক্ষর করা এবং সিল মারা একটি চিঠি প্রকাশ্যে এসেছে। অন্যদিকে বিজেপি শাসিত আর এক রাজ্য উত্তরাখণ্ডেও জাতীয়তাবাদের নামে হুমকির অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। রাজ্যের বিজেপি সভাপতি মহেন্দ্র ভাট দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, যে সমস্ত বাড়িতে জাতীয় পতাকা লাগানো হবে না, সেই সব বাড়ির ছবি তুলে রাখতে হবে। যারা জাতীয় পতাকা উত্তোলন করে না, দেশ তাদের বিশ্বাস করে না। আমাদের দেখতে হবে কারা দেশপ্রেমী আর কারা নন।