সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : পুরভোটের আগে হাওড়ায় ছন্নছাড়া বিজেপি। এবার তারা একটি আসনও নিজেদের দখলে রাখতে পারবে না। এমনটাই জানিয়ে দিলেন হাওড়া সদরের প্রাক্তন বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। সম্প্রতি সুরজিৎ তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে হাওড়া সদরের বিজেপির একঝাঁক নেতা ও কয়েক হাজার কর্মীও দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন। এর ফলে হাওড়ায় বিজেপির সংগঠন আরও দুর্বল হয়ে পড়েছে। ভোটের জন্য হাওড়ায় বিজেপির সদ্যগঠিত কমিটিতেও শুরু হয়ে গেছে কোন্দল।
আরও পড়ুন-তৃণমূলের পক্ষেই চন্দননগর
অনেকেই ওই কমিটির বৈঠকে গরহাজির থাকছেন। সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘মানুষ বিজেপির স্বরূপ চিনে গেছে। এবারের পুরভোটে বিজেপি একটি আসনেও জিততে পারবে না।’’ হাওড়ার ৫০টি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ড ছিল বিজেপির দখলে। এবার সেই দুটি ওয়ার্ডও বিজেপি জিততে পারবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের হাওড়া সদরের নেতৃত্ব। তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান লগনদেও সিং জানান, ‘‘আমরা ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছি। বুথস্তরে সাংগঠনিক বৈঠক চলছে। এলাকার মানুষের সঙ্গে সবসময় নিবিড় সম্পর্ক রাখা হচ্ছে।’’ সুরজিৎ সাহা বলেন, রাজ্যে বিজেপি এখন শুভেন্দু অধিকারীর দল হয়ে গেছে। পুরনো বিজেপি কর্মীরা দলে কোনও সম্মান পাচ্ছেন না। অধিকাংশই বসে গেছেন। এবার হাওড়ায় একটি ওয়ার্ডে তো বিজেপি জিততে পারবেই না, সবক’টি ওয়ার্ডে প্রার্থী পাবে কি না সেটাই এখন দেখার।’’