প্রতিবেদন : গদ্দার ও বিজেপির মুখে চুনকালি দিয়ে কাঁথি কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। এই সমবায়ে ৭৮টি আসনের সবক’টি এসেছে তৃণমূলের দখলে। বিরোধীরা সেখানে কার্যত উড়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় একটার পর একটা সমবায় নির্বাচন স্পষ্ট করে দিচ্ছে, এই জেলায় গদ্দার ও বিজেপির কোনও ঠাঁই নেই। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে যা নিশ্চিত ভাবে চাপে রাখবে দলবদলু গদ্দারদের। যদিও এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দিনভর দফায় দফায় উত্তেজনা তৈরির চেষ্টা করে বিরোধী শিবির। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। কাঁথি সাংগঠনিক
আরও পড়ুন-বিনিয়োগের বিষয়গুলি দেখতে নির্দেশ মুখ্যসচিবকে, ফিরলেন মুখ্যমন্ত্রী
জেলা তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা বলেন, পূর্ব মেদিনীপুর জেলা কোনওদিনই গদ্দারদের জায়গা দেয়নি। এই জেলার মানুষ জানে কারা আসল, কারা নকল। শুধু কাঁথি কৃষি সমবায় সমিতি নয়, এই জেলার সব সমবায় সমিতি তৃণমূল কংগ্রেস জিতছে, আগামী দিনেও জিতবে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির পায়ের তলার মাটি সরে যাবে। মুখ থুবড়ে পড়বে শুভেন্দু অধিকারীর বাংলায় আগুন লাগানোর পরিকল্পনা। মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।
কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন, মানুষ নেই, জনবল নেই, ভোটার নেই। পিঠ বাঁচাতে শুভেন্দু অধিকারীর চ্যালারা সকাল থেকেই উসকানি দিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছে। তবে জবাব পেয়ে গিয়েছে। হাওয়া বেরিয়ে গিয়েছে। তাই একটাই কাজ, হাওয়া গরম করা।