সরকার ফেলার হুমকি দিয়ে বাংলার মানুষকে অপমান করছে বিজেপি

বারবার বঙ্গে সরকার ফেলার চক্রান্ত করে যাচ্ছে বিজেপি। মানুষের রায় যখন তৃণমূলের পক্ষে সেখানে দাঁড়িয়ে মানুষের রায়কে অসম্মান করে চলেছে বিজেপি।

Must read

সংবাদদাতা, বারাসত : বারবার বঙ্গে সরকার ফেলার চক্রান্ত করে যাচ্ছে বিজেপি। মানুষের রায় যখন তৃণমূলের পক্ষে সেখানে দাঁড়িয়ে মানুষের রায়কে অসম্মান করে চলেছে বিজেপি। সেই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। তিনি বলেন, এজেন্সি দিয়ে বিরোধীদের ধমকানো, চমকানো, ভয় দেখানোর কাজ চালাচ্ছে বিজেপি। এটা পূর্বপরিকল্পিত। রবিবার মধ্যমগ্রামে একটি অনুষ্ঠানে এসে দাবি করেন বারাসতের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষদস্তিদার।

আরও পড়ুন-কুৎসাই বিজেপির অস্ত্র

সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা-কর্মীরা দাবি করছেন আগামী ছয় মাসের মধ্যে আবার কখনও বলা হচ্ছে ২০২৪-এর মধ্যে বাংলার ক্ষমতায় আসছে বিজেপি। সেই প্রসঙ্গে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি এমনই মন্তব্য করেন। তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা করে বলেন, বিধানসভা নির্বাচনে মানুষের রায় নিয়ে জয়ের মধ্যে দিয়ে রাজ্যে ক্ষমতায় আসে একটি রাজনৈতিক দল। আগামী ছয় মাসের মধ্যে এবং ২০২৪ সালে বিধানসভা নির্বাচন নেই। ২০২৪ আছে লোকসভা নির্বাচন। তাহলে বিজেপি কী করে এমন মন্তব্য করছে? একটি রাজনৈতিক দলের নেতা-কর্মী হিসেবে তারা একথা কী করে বলছে। আসলে এটা একটা বড় চক্রান্ত। বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিরোধীদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, ভয় দেখাচ্ছে।

আরও পড়ুন-ঘোড়ার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

শুধু এই রাজ্যেই নয়, তিনি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনোজ সিসোদিয়ার প্রসঙ্গ টেনে বলেন, যখনই কেউ বা কোনও দল বিজেপির অনৈতিক কাজের বিরুদ্ধে কথা বলছে তখনই তাদের বিরুদ্ধে এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের এহেন দাবিই প্রমাণ করছে বিজেপি দল থেকেই কেন্দ্রীয় এজেন্সিকে পরিকল্পিত ভাবে ব্যবহার করে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। নচেৎ তারা এমন মন্তব্য করত না। আসলে এইসব অপরিণত রাজনৈতিক মন্তব্য। তবে এতে তৃণমূলের কিছু আসে-যায় না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যবাসীর উন্নয়নে কাজ করে চলেছেন তাতে আগামী নির্বাচনে আবারও তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন বাংলার মানুষ।

Latest article