অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ : বিজেপি আমার কাছে অতীত। বরং আমার বর্তমান, ভবিষ্যৎ— সবই মা-মাটি-মানুষের সরকার তৃণমূল কংগ্রেস। তাই বর্তমান আর ভবিষ্যৎ নিয়েই চলতে চাই। তৃণমূল কংগ্রেস আমাকে দলে নিয়েছে তার জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। রাজ্য ও জেলা নেতৃত্ব আমাকে যেভাবে কাজের দায়িত্ব দেবেন আমি তা দলের অনুগত সৈনিক হিসেবে অক্ষরে অক্ষরে পালন করব।
আরও পড়ুন : রাঁচি থেকে কেশবের বার্তা, তিন স্পিনারে যাও বিরাট
দলে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এদিন কলকাতা থেকে রায়গঞ্জে ফেরেন তিনি। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘কৃষ্ণ কল্যাণী সদ্য দলে যোগ দিয়েছেন। দলের সবার সঙ্গে আলোচনা করে ওঁকে কোন কাজে ব্যবহার করা হবে তা ঠিক করব। তার আগে ওঁর সঙ্গেও কথা হবে।’’ বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‘আমি আজ ফিরছি। এসে সবার সঙ্গে দেখা করব। দল যা কাজ দেবে তা দলের সৈনিক হিসেবে করব।’’ উল্লেখ্য, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পরিবার আগাগোড়াই তৃণমূল কংগ্রেসের সমর্থক। জেলা ভাগের পর নব্বই-এর দশকে কংগ্রেস দলের পুরবোর্ডের চেয়ারম্যান ছিলেন দীনদয়াল কল্যাণী। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দলে যোগ দেন তিনি। এরপর থেকে পুরবোর্ডে কাউন্সিলারের দায়িত্ব সামলেছিলেন দীনদয়ালবাবু। এদিন বিধায়ক আরও বলেন, রাজনীতিতে তাঁর হাতেখড়ি অনেকদিন পরই হয়েছে। তবে বাবার মৃত্যুর পর মাঝখানে বিপথগামী হয়ে পড়েছিলাম। আমি আবার সেই স্রোতে ফিরে আসতে পেরে স্বভাবতই উজ্জীবিত। খুব শীঘ্রই কৃষ্ণ কল্যাণীর অনুগামীরাও আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেবেন।