প্রতিবেদন: সংসদীয় গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি, এই অভিযোগে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস৷ অভিযোগটা যে কতটা বাস্তবসম্মত, বৃহস্পতিবার তার আবার প্রমাণ মিলল একেবারে হাতে নাতে৷ দেখা গেল, বিরোধীরা নয়, চিৎকার-চেঁচামেচি করে সংসদের কাজে রীতিমতো বিঘ্ন ঘটাচ্ছে বিজেপি সহ শাসকপক্ষের সদস্যরাই। সত্যিই অবাক কাণ্ড! এদিন রাজ্যসভার অধিবেশনের জিরো আওয়ারে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদীকে নির্ধারিত ৩ মিনিট সময়ের পরেও অতিরিক্ত আরও ৩ মিনিট ধরে বক্তব্য পেশ করতে দেওয়া হয়৷ এর পরে ছিল আরও চমক৷ সুধাংশু ত্রিবেদীর বক্তব্য শেষ হওয়া মাত্রই ট্রেজারি বেঞ্চের সাংসদরা শুরু করেন হই হট্টগোল৷ ত চেঁচামেচির মাঝেই বিরোধী সাংসদদের কোনও বক্তব্য রাখার সুযোগ না দিয়েও তড়িঘড়ি মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। সরাসরি নিশানা করেছে বিজেপিকে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের তোপ, পুরোটাই বিজেপির গট আপ৷ আসল কথা হল, ট্রেজারি বেঞ্চ সংসদ চালাতে দিতে চায় না৷ বিরোধীরা ওয়েলে না নামা সত্ত্বেও শাসক দলের সাংসদরা নিজেরাই চিত্কাওর চেঁচামেচি করে সংসদ মুলতুবি করে দিচ্ছেন৷ এটা খুব দু:খজনক ঘটনা৷ এই চক্রান্তের জেরে আমরা বাংলার বঞ্চনার ইস্যু গুলি সংসদে তুলতেই পারলাম না৷ মণিপুর, অপরাজিতা বিল, মুদ্রাস্ফিতী, বেকারত্ব, সাংবিধানিক মূল্যবোধের অবক্ষয়, বাংলার বকেয়া টাকা, গঙ্গাসাগর মেলার মত ইস্যুগুলি সংসদে তুলতাম আমরা৷ সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরেও বিজেপি জাগলারি করে সংসদ অচল করছে৷
আরও পড়ুন-ওরা যত বেশি জানে, তত কম মানে, ব্রাত্যর নিশানায় ইউজিসি
শাসক দলের আচরণের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷ রাজ্যসভায় তাঁর দাবি, আমরা আশা করব চেয়ারম্যান দু’ পক্ষের সাংসদদের সঙ্গেই নিরপেক্ষ আচরণ করবেন৷ কিন্তু এখন নতুন নিয়ম দেখা যাচ্ছে, ৩ মিনিটের জিরো আওয়ারকে ৬ মিনিটে পরিবর্তন করা হচ্ছে৷ তাত্পর্যপূর্ণ হল, বৃহষ্পতিবার লোকসভাতেও ট্রেজারি বেঞ্চের সাংসদদের দেখা গিয়েছে প্রচন্ড হই হট্টোগোল করে সংসদের অধিবেশনে বিঘ্ন ঘটাতে৷ এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে নিশানা করেছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, বিজেপির পরিকল্পিত পন্থা হল, ওরা সংসদ চলতে দিতে চায় না৷ তাই বারবারই সভায় বিঘ্ন ঘটাচ্ছে৷ ক্ষোভে ফেটে পড়েছেন, তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখেলও। তাঁর কটাক্ষ, সংসদে অভূতপূর্ব! সরকার নিজেই বিঘ্নিত করল রাজ্যসভার কাজ।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…