জাতীয়

ইডির জুজু দেখিয়ে কোটি কোটি টাকার ‘তোলাবাজি’ চালাচ্ছে বিজেপি!, চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে

প্রতিবেদন : ইডির জুজু দেখিয়ে কার্যত তোলাবাজি চালাচ্ছে বিজেপি। বিরোধীদের এই অভিযোগ ফের প্রমাণিত। এজেন্সির নামে ভয় দেখিয়ে বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছ থেকে টাকা নিয়ে অযাচিত সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠল বিজেপি সরকারের বিরুদ্ধে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই গেরুয়া সরকারের ‍‘এজেন্সি রাজনীতি’ বাড়ছে। ইডি-সিবিআইকে ইচ্ছেমতো ব্যবহার করে বিরোধীদের ঘর ভাঙার অভিযোগ তো রয়েইছে, তবে এবার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল। এজেন্সি হানার পর অনুদানের নিরিখেই বিভিন্ন কোম্পানি থেকে পদ্ম শিবিরের ঘরে ঢুকেছে প্রায় ৩৩৫ কোটি টাকা! আর সবটাই হয়েছে একটি নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে।

আরও পড়ুন-ভারত মহাসাগরে ঢুকল চিনের জাহাজ, বাড়ছে উদ্বেগ, মালদ্বীপের ভূমিকা নিয়ে ফের অস্বস্তি

নির্বাচন কমিশনের আর্থিক লেনদেন সংক্রান্ত রিপোর্ট এবং কেন্দ্রীয় এজেন্সির কার্যকলাপ বিশ্লেষণ করেই অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য নিউজ মিনিট’ ও ‘নিউজলন্ড্রি’ এই বিস্ফোরক দাবি করেছে। মোদি-শাহদের দলের বিরুদ্ধে ইডি-আয়কর দফতরকে লাগামছাড়া ব্যবহার করে কার্যত তোলাবাজির অভিযোগ উঠতে শুরু করেছে। রিপোর্ট বলছে, ২০১৮-১৯ অর্থবর্ষে বিজেপিকে ৪ কোটি ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছিল মধ্যপ্রদেশের এক মদ প্রস্তুতকারক সংস্থা। কিন্তু পরবর্তী আর্থিক বছরে তারা এক কোটি টাকা দেয় কংগ্রেসকে। এরপর ২০২০-র জুলাই মাসে কোম্পানির ঘরে হানা দেয় জিএসটি ইন্টেলিজেন্স। হ্যান্ড স্যানিটাইজার বিক্রিতে ৮ কোটি টাকার কর না দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সংস্থার দুই কর্ণধারকে। তাঁদের জামিনের ১০ দিনের মাথায় কোম্পানির তরফে এক কোটি টাকা যায় বিজেপির তহবিলে। সেই শুরু, এরপর ওই বছরই আরও ১ কোটি টাকা নেওয়া হয় বিজেপির তরফে। এখানেই শেষ নয়, ফের ২ কোটির অনুদান ২০২১ সালের মে মাসে। এটা শুধুমাত্র একটি কোম্পানির খতিয়ান। আর এই অনুদানের পরিমাণটা কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে প্রায় ১০ কোটিরও বেশি। গত পাঁচটি অর্থবর্ষে কেন্দ্রীয় এজেন্সির হানার পরই এমন অন্তত ৩০টি সংস্থার কাছ থেকে প্রায় ৩৩৫ কোটি টাকার অনুদান নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এজেন্সির নামে ভয় দেখিয়ে নিজেদের ক্যাশবাক্স ভরে তোলার কাজ করে চলেছে পদ্মশিবির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সালে নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে দেওয়া মোট অনুদানের ৭০ শতাংশের বেশি এসেছে মোদি-শাহের দলের হাতে। এসবের সঙ্গে জুড়ে যায় নির্বাচনী বন্ড যা সুপ্রিম কোর্টের রায়ে ইতিমধ্যেই অসাংবিধানিক বলে বিবেচিত হয়েছে। নিউজ পোর্টালের দেওয়া তথ্যানুসারে এজেন্সি হানার নামে ৩৩৫ কোটি টাকা তুলেছে কেন্দ্রের শাসক দল, যার মধ্যে ২৩টি কোম্পানি দিয়েছে মোট ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা। যারা টাকা দিয়েছে তারা কেন্দ্রের কাছ থেকে অযাচিত সুযোগ-সুবিধা পেয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিসংখ্যান ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ পর্যন্ত অর্থবর্ষের। ‘দ্য নিউজ মিনিট’ ও ‘নিউজলন্ড্রি’-র তরফে এই কোম্পানিগুলির কাছে উত্তর চেয়ে পাঠালেও এই বিষয়ে কোনও তথ্যই দিতে চাননি তাঁরা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

40 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago