ভোটে টাকা ছড়াচ্ছে বিজেপি, বাংলায় এনআরসি নয়

এবং সেই কারণেই রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এনআরসি বিরোধী বিশেষ বিল পাশ করিয়েছেন।

Must read

অসীম চট্টোপাধ্যায়, আসানসোল : এ রাজ্যে কোনও অবস্থাতেই এনআরসি লাগু করতে দেওয়া হবে না। এবং সেই কারণেই রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এনআরসি বিরোধী বিশেষ বিল পাশ করিয়েছেন। শনিবার আসানসোল নগর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কবিতা যাদবের সমর্থনে প্রচারে এসে বিজেপির বিরুদ্ধে তীব্র বিষোদগার করেন রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক।

আরও পড়ুন-‘রেকর্ড প্রিন্সে’ থাকবেন লতাজি

তিনি বলেন, অসমে এনআরসি চালু করার বিষময় ফল সে রাজ্যের আঠারো লক্ষ মানুষকে ভুগতে হচ্ছে। ডিটেনশন ক্যাম্পে অবর্ণনীয় দুঃখদুর্দশার মধ্যে এক বন্দি জীবন কাটাতে বাধ্য হচ্ছেন অসহায় মানুষগুলো। পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিপুল অঙ্কের টাকা ছড়িয়ে এই ওয়ার্ডে ভোট কেনার যে প্রয়াস চালাচ্ছেন, সে বিষয়ে মন্ত্রী বলেন, বিজেপির কাছে নোট নিয়ে তৃণমূলে ভোট দিন। আজ যাঁরা নোটের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছেন, তাঁরা হাতে ক্ষমতা পেলে সেই টাকা সুদে-আসলে উশুল করবেন।

আরও পড়ুন-বিদায়বেলায় জাঁকিয়ে শীত

এ রাজ্যে হিন্দিভাষী মানুষদের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছেন তা অতীতে কোনও সরকার করেনি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, শুধু মাত্র হিন্দিভাষীদের কথা ভেবে আস্ত একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেতা বিষ্ণুদেব নোনিয়া আসানসোলের পূর্বতন মেয়রকে বিশ্বাসঘাতক বলে বর্ণনা করেন। তিনি বলেন, হিন্দিভাষী ওই যুবককে মুখ্যমন্ত্রী কী না দিয়েছিলেন! দলের জেলা সভাপতি থেকে শুরু করে বিধায়ক পদ, আসানসোল নগর নিগমের মেয়র পদ, কী দেননি তিনি? অথচ সেই হিন্দিভাষী যুবকই নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেলেন।

Latest article