প্রতিবেদন : রাজ্য জুড়ে অরাজকতার পরিবেশ সৃষ্টি করতে চাইছে বিজেপি। তাই বিজেপিশাসিত রাজ্য থেকে অস্ত্রসস্ত্র-সহ দুষ্কৃতী ঢুকিয়ে বাংলায় সন্ত্রাস ছড়াচ্ছে তাঁরা। ভোটে চূড়ান্ত ভরাডুবির পরই বাজারে টিকে থাকতেই এসব করছে বিজেপি। রবিবার এভাবেই বিজেপির করা ভোট পরবর্তী সন্ত্রাসে অভিযোগ উড়িয়ে দিলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সকালে লোকসভা নির্বাচনে মানুষের বিপুল সমর্থনের জন্য চেতলার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি-বাড়ি ঘুরে সাধারণ মানুষকে ফুল ও কার্ড দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ফিরহাদ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভোট পরবর্তী হিংসা বাংলায় হয়নি। বিজেপি নাটক করছে। ভোটে নিজেদের পায়ের তলার মাটি সরে গিয়েছে ওঁদের। নিজেরা অপদার্থতা ঢাকতেই ভোট পরবর্তী সন্ত্রাসের মিথ্যা অভিযোগ তুলছে ওঁরা। বাংলা বিরোধীদের বিসর্জন দিয়েছে মানুষ। তাই আজ গোলাপ দিয়ে মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।
আরও পড়ুন-দল জেতা সত্ত্বেও সংগঠনকে মজবুত করতে বৈঠকে মানস
সম্প্রতি রানিগঞ্জ ও হাওড়ায় ডাকাতি এবং কলকাতা ও বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনা ঘটেছে। সেগুলিকেই হাতিয়ার করে ভোট পরবর্তী সন্ত্রাস ও রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে লোক দেখানো অভিযোগ তুলে ময়দানে টিকে থাকার চেষ্টা করছে রাজ্য বিজেপি। যদিও ইতিমধ্যেই রানিগঞ্জের ডাকাতি ও বেলঘরিয়ায় শ্যুট-আউটের ঘটনার তদন্তে বিহার-যোগ পেয়েছে পুলিশ। এই নিয়ে রবিবার ফিরহাদ বলেন, বিজেপির একটা গুণ্ডা বসে রয়েছে বিহারের জেলে। সে এখানে টাকা তুলছে, লোক পাঠিয়ে সোনার দোকান লুঠ করছে। বিহার-ঝাড়খণ্ড থেকে অস্ত্রসস্ত্র-সহ দুষ্কৃতী ঢুকিয়ে বাংলায় সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বর্ডার সিল করতে। আমরা পুলিশকে আরও কঠোর হতে বলেছি। মুঙ্গের থেকে অস্ত্র ঢুকছে। নজরদারি রাখতে বলা হয়েছে পুলিশকে। বাংলা বিরোধীদের এখানে সন্ত্রাস করতে দেব না।